11-12-2020, 11:07 PM
(11-12-2020, 02:56 PM)pinuram Wrote: চোখ জোড়া ভীষণ ভাবেই জ্বালা করে চন্দ্রিকার, শেষ মুহূর্তে হাত বাড়িয়ে কিছু একটা পেতে গিয়েও যেন পেলোনা। চন্দ্রিকার উত্তরের অপেক্ষা না করে বাইক নিয়ে বেড়িয়ে পরে রিশু। ওর রূপসী মদালসা প্রেমিকা ঝিনুক অনেকদিন পরে নিজের খোলস থেকে বেড়িয়েছে, সেই মিষ্টি মধুর হাসি আর বাড়ানো দুই হাতের আহবানে ধরা দিতে ছুটে যায়। পেছনে ফাঁকা বাইক পারকিঙ্গের জায়গায় শুন্য হৃদয় নিয়ে চন্দ্রিকা রাতের অন্ধকারে একাকী দাঁড়িয়ে।
ও চাঁদ......
ভাবিস বুঝি ঝলসাবি চোখ,
রুপোর আলোয়...
ঐ যে দেখি কালো বুড়ি_
আঙুল তুলে বলছে ছুরি_
পাপ গুলো তোর ভাসছে কালোয়...
দেখি, মিথ্যে ছলায় পারলে তোর
ঐ কলঙ্ক ঢাক......
......ভবঘুরে