11-12-2020, 01:12 PM
(11-12-2020, 10:35 AM)Rajdip123 Wrote: দুর্দান্ত ...... অসাধারন লিখেছেন। পুরোটা একসাথে না পড়ে উঠতে পারলাম না। একদম অন্যরকমের গল্প । দারুন গা ছম ছম করা গল্প। তবে শেষের দিকটা ঠিক হয়নি। জানিনা আপনার কোনও তাড়াহুড়ো ছিল কি না গল্প টা শেষ করার। এক বৃদ্ধা এসে ব্যাপারটা ঠিক করে দিল, ব্যাপারটা বুঝলাম, কিন্তু ব্যাপারটা আরও ভালো হতো যদি দীপঙ্কর এসে ব্যাপারটা ঠিক করতো। তাতে গল্পটা আরও উত্তেজক হতো বলে মনে করি। অসাধারন চেষ্টা। আশাকরি আরও এমন গল্প উপহার পাওয়া যাবে আপনার থেকে। নমস্কার ...... ভালো থাকবেন।
ধন্যবাদ Rajdip123
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো.
না, কোনো তাড়াহুড়ো ছিলোনা..... এটাই আমি ভেবে রেখেছিলাম. ঐযে আগেও বলেছি এটা একটা open end style গল্প. আর আমি শুরু থেকে শেষ পর্যন্ত অলৌকিক শক্তির ব্যাপারটা দেখাতে চেয়েছি. শুরুতে এই শক্তি বিনাশ কারক ও শেষে শুভ শক্তির আবির্ভাব. দীপঙ্কর আসলেও ওটা নিয়ে গেলেও মন থেকে অর্কর বাবার ওই মোহিনীর প্রতি টান টা ওতো তাড়াতাড়ি যেতোনা... হয়তো উনি রেগে ফেটে পড়তেন বাড়িতে ওই মূর্তি না দেখে.... ওনার এই মোহো, আকর্ষণ সম্পূর্ণ রূপে নির্মূল করার প্রয়োজন ছিল , যেটা আমি উল্লেখ করেছি যে মন থেকে রাগ বিতৃষ্ণা তৈরী হলে তবেই এই বিপদ থেকে মুক্তিলাভ সম্ভব. তাই সেই জন্যই ওই বৃদ্ধার আগমন হয়েছে. শুভ শক্তির প্রতিক হিসাবে.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)