11-12-2020, 10:35 AM
দুর্দান্ত ...... অসাধারন লিখেছেন। পুরোটা একসাথে না পড়ে উঠতে পারলাম না। একদম অন্যরকমের গল্প । দারুন গা ছম ছম করা গল্প। তবে শেষের দিকটা ঠিক হয়নি। জানিনা আপনার কোনও তাড়াহুড়ো ছিল কি না গল্প টা শেষ করার। এক বৃদ্ধা এসে ব্যাপারটা ঠিক করে দিল, ব্যাপারটা বুঝলাম, কিন্তু ব্যাপারটা আরও ভালো হতো যদি দীপঙ্কর এসে ব্যাপারটা ঠিক করতো। তাতে গল্পটা আরও উত্তেজক হতো বলে মনে করি। অসাধারন চেষ্টা। আশাকরি আরও এমন গল্প উপহার পাওয়া যাবে আপনার থেকে। নমস্কার ...... ভালো থাকবেন।
তোমাকে খুঁজে বেড়াই