11-12-2020, 02:25 AM
(10-12-2020, 09:51 PM)Mr Fantastic Wrote: দিদি আপনি একটু ভুল করছেন। হ্যাঁ এটা ঠিক যে আমাদের সকলের প্রিয় পিনুদাকে কেউ খারাপ কথা বললে আমরা সহ্য করতে পারবো না। কিন্তু এই dada of india-র ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। পিনুরাম আর ওর বাস্তব জীবনেও ভালো বন্ধুত্ব আছে। আর আমাদের সবারই এমন কিছু ক্লোজ বন্ধু-বান্ধব থাকে যারা কথায় কথায় একটু গালি দিতে পছন্দ করে, সেটা কিন্তু কোনো বিদ্বেষমূলক বার্তা নয়, বরং খাতির করে সম্ভাষণ। সবার প্রকাশভঙ্গি তো সমান নয়, ক্ষমা করে দিন ওকে নিজ গুনে। একবার dada of india-র থ্রেডে গিয়ে দেখুন ও কতটা দুঃখ পেয়েছে।
আর একটা কথা, এই দাদা অফ ইন্ডিয়া যদি পিনুদাকে ব্যক্তিগত ভাবে ফোন করে এই ফোরামে ডেকে না আনতো, তাহলে হয়তো আমরা পুনরায় স্বমহিমায় পিনুরামকে ফিরে পেতাম না।
মুয়াআহ ডারলিং