10-12-2020, 07:28 PM
পার্লার ঢোকার আগে রিশুকে একটা মেসেজ করে দেয় ঝিনুক, পার্লার যাচ্ছি। উত্তর আসে সঙ্গে সঙ্গে, আজকে সত্যি মারবে নাকি? ঝিনুক উত্তর দেয়, একদম দুইজনে মিলে একসাথে মরব। তাড়াতাড়ি বাড়ি ফিরো। রিশুর উত্তর আসে, ডেফিন্টলি হানি। হানি শব্দটা পড়ে ঝিনুকের মনময়ূরী নেচে ওঠে, একগাদা চুম্বনের ইমোজি পাঠিয়ে দেয়।
আজকের আপডেট পড়ে মনে পড়লো -
"ও চোখে আমার শুরু আর শেষ
আমারই জীবন আর আমারই মরণ
একই আকাশেতে দেখেছি যে আমি
পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ "
আজকের আপডেট পড়ে মনে পড়লো -
"ও চোখে আমার শুরু আর শেষ
আমারই জীবন আর আমারই মরণ
একই আকাশেতে দেখেছি যে আমি
পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ "