10-12-2020, 12:49 PM
(10-12-2020, 12:29 PM)Baban Wrote: অনেক ধন্যবাদ পিনুদা......❤
জীবনে সম্মানের সাথে এই কথাগুলো অনেক সাহায্য করে, হয়তো সবচেয়ে বেশি সাহায্য করে. নিজের ভুল ত্রুটি গুলো জানা যায় যাতে ভবিষ্যতে আরো ভালো লেখা উপহার দেওয়া যায়. আপনি ক্রিটিক হিসেবে আমায় পথ প্রদর্শন করছেন.... আরেকটা অস্কার পেলাম.❤
আমি শুধু এইটুকুই বলবো যে দাদা আমি গল্পটা বেশি বড়ো আর নাটকীয় রূপ দিতে চাইনি কখনো. হ্যা..... আমার মাথাতেও এসেছিলো আরো রোমহর্ষক এবং উত্তেজক করা যায় কিনা.... তারপর ভাবলাম কিছুটা ব্যাপার গোপন রেখে একটা open end style গল্প লিখি যাতে পাঠকরা নিজের মনে কিছু প্রশ্ন তৈরী করে নিজেরা নিজেদের মতন উত্তর বার করবে. বিশেষ করে ওই বৃদ্ধার ক্ষেত্রে. কে তিনি? হটাৎ কোথা থেকে এলেন? আর অবনী বাবুর কালী মাকে ঐভাবে ডাকার পরেই উনি এলেন... তার মানে ওই বৃদ্ধা কি তাহলে মায়েরই কোনো রূপ? এই সব প্রশ্ন গুলির উত্তর আমি চাইছিলাম পাঠক নিজেদের মতো বার করুক. আর দাদা স্বামী স্ত্রীকে খুন করতে যাচ্ছে আর ছেলে নিজের শেষ শক্তি দিয়ে মাকে রক্ষা করছে... ব্যাপারটা অসাধারণ কিন্তু আপনি একটু ভাবুন ব্যাপারটা ফিল্মের ক্ষেত্রে আলাদা মাত্র পেতো কিন্তু গল্পে ব্যাপারটা কি একই মাত্র পেতো? এটা যদিও সম্পূর্ণ আমার মত. এটা কিন্তু যদিও সেদিনই হতে পারতো যদি না ওই জবা ওই বালিশের নিচে থাকতো. তাহলে যে কি সর্বনাশ হতো ভেবেই কেমন লাগে!!
তবে হ্যা.... কয়েকটা জায়গায় আপনি একদম ঠিক.... একজায়গায় শুধু নাম আরেক জায়গায় পাশে বাবু বসানো উচিত নয়. যেকোনো একটা মেইনটেইন করা উচিত. আর অর্কের বাবা হিসেবে আমি মিলনের জায়গা গুলোতে বেশির ভাগ সম্বোধন করেছি কারণ আমি "বাবা" কথাটার ওপর জোর দিতে চেয়েছি যে এক পিতা নিজের সম্পর্ক, কর্তব্য পবিত্রতা ভুলে কেমন করে একটু একটু করে নিজের চোখেই অজান্তে ছোট হয়ে যাচ্ছে.
দাদা আবারো অনেক ধন্যবাদ.... ঐযে বললাম যার লেখা সেই কবে থেকে পড়ে আসছি আজ সে আমার ভালোর জন্যই আমার ভুল গুলো ধরিয়ে দিচ্ছে...... গুরু দুটো অস্কার পেয়ে গেলাম ❤!!!!
তুমি চারল্টন হেস্টনের বেনহুর দেখেছ কি না জানি না, এগারোটা অস্কার প্রাপ্ত মুভি, সর্বকালের সর্ব সেরা মুভি, যদিও টাইটেনিক মুভিও এগারোটা অস্কার পেয়েছিল তাও আমি বেনহুর কে টাইটেনিকের চেয়ে হাজার গুন আগে রাখি! ক্রিটিকরা সেই বেনহুর মুভির তেও কিন্তু খুঁত ধরেছিল! আমি যা জানিয়েছি সেটা একান্ত আমার ব্যাক্তিগত মতামত, গল্পের রচয়িতা তুমি, তুমি ভালো জানবে কি ভাবে গল্পকে এগিয়ে নিয়ে যাবে! তবে হ্যাঁ, এই গল্পে প্রচুর নাটকীয়তা ছিল, পড়ার সময়ে একবারের জন্যেও মনে হয়নি গল্প পড়ছি, সব কিছু চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল, গা ছমছমে ভাবের একটা দুর্দান্ত সিনেমা দেখছিলাম মনে হচ্ছিল সর্বদা তাই মনে হল বললাম, শেষের দিকে আরো একটু নাটকীয়তা হলে আরো ভালো হত! যদিও এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত !!!!!!!