10-12-2020, 12:04 PM
(10-12-2020, 01:18 AM)Baban Wrote: অনেক অনেক ধন্যবাদ পিনুরাম দা
আর অস্কার তো পেয়ে গেছি...... এইযে আপনি বললেন. ব্যাস!
যার লেখা সেই কবে থেকে পড়ে আসছি, যার ভালোবাসার রাজপ্রাসাদ গল্পের অভি পরীর ভালোবাসার মুহূর্ত গুলো নিজ মনে কল্পনা করেছি বার বার, যাদের মাঝের দূরত্বে দুঃখ পেয়েছি..... সেই চরিত্রদের স্রষ্টা আজ আমার গল্প পড়ে বলছে -"অসম্ভব দারুন ইরোটিক হরর মুভি দেখলাম"
এর থেকে বড়ো প্রাপ্তি আর কি দাদা?
গতকাল অস্কার দিয়েছিলাম, আজকে ক্রিটিক হিসাবে এসেছি!
প্রথমত, গল্পটা তৃতীয় বচনে লেখা এবং গল্পের মূল চরিত্র অর্ক নয়, অর্কের বাবা অতনু সুতরাং বারেবারে অর্কের বাবা হিসাবে তাকে সম্বোধন করা একটু কেমন লেগেছে! লেখার সময়ে কখন দীপঙ্কর কখন দীপঙ্করবাবু হওয়া ভালো নয়, একটা নাম ধরেই লেখো! প্রথম থেকে গল্পটা খুব সুন্দর ভাবেই অগ্রসর হয়েছে, কেমন একটা গা ছমছমে ভাব সর্বদা ঘিরে রেখেছে, বিশেষ করে দীপঙ্কর আর অবনীর কথোপকথনের সময়ে। অবনীর মুখে গল্পটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে, কিন্তু শেষের দিকে হটাত করেই উড়ে এসে জুড়ে বসা কাকের মতন এক বৃদ্ধা অতনুকে একটা জবা ফুল দিল আর সব ঠিক হয়ে গেল। এই জায়গায় আমার মনে হয় আরো একটু নাটকীয়তা আনলে ভালো হত। আমার মনে হয়, ওই জবা ফুল আসার পেছনে একটা কারণ দেখানো উচিত! আমার মনে হয়, শেষের দিকে কিছু একটা খামতি রয়ে গেছে গল্পটাতে! অতনু মোহিনীর রূপের বশে বশীভূত হয়ে যদি শ্রীপরনাকে খুনের চেষ্টা করত সেটা বেশ রোমহর্ষক হত! এমন দেখানো যেতে পারত যে অতনু স্ত্রীকে খুনের চেষ্টা করছে, অর্ক বাঁচাতে ছুটে এসেছে, অন্ধকার বাথরুমের মধ্যে থেকে তখন এক পৈশাচিক হাসির শব্দ! মায়ের শ্বাস রুদ্ধ দেখে শেষ পর্যন্ত বাবার ওপরে হামলে পরে অর্ক, কোনমতে বাবার হাত থেকে মাকে বাঁচিয়ে বাবাকে ঘরের মধ্যে বন্ধ করে দেয়! সারা রাত মা ছেলের চোখে ঘুম নেই, হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করে চলে! এমন কিছু একটা...
লেখকের হাত বেশ ভালো, গল্পের ফ্লোতে কোন খামতি নেই ছোট ছোট দুয়েকটা ছাড়া !!!!!!
Reps Added +1