09-12-2020, 11:36 PM
(09-12-2020, 07:45 PM)ddey333 Wrote: বলছি তোমার কানে কানে , আমার তুমি ....
না সে বলেনি কোনোদিন , লিখেছিলো চিঠিতে ....
সে আমার সব ছিল , তিতলি ,ঝিনুক ,পরী ...... সব সব
পরম মিলনের মুহূর্ত মনে হয় ঘনিয়ে আসছে আমাদের গল্পের নায়ক আর নায়িকার
পিনুদার গল্পে হবে অবশেষে জানাই আছে , কিন্তু আমার এই জীবনে আর হলোনা
গুন গুন গুন কুঞ্জে আমার একি গুঞ্জরন
গানের সুরে পেলাম এ কার প্রানের নিমন্ত্রণ
সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়
আমার প্রানে ঢেউ তুলে গান শুনিয়ে যায়
অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ
গানের সুরে পেলাম এ কার প্রানের নিমন্ত্রণ !!!!!!
Reps Added +1