Thread Rating:
  • 43 Vote(s) - 3.49 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সাংঘাতিক সব কান্ডকারখানা
#7
সাত।
আদি ও ত্রম:

কি হবে তাহলে," ওর কাঁধটা খামচে ধরলাম?

"কিচ্ছু হবে না, তুমি ভয় পেওনা। সঙ্কটকাল অতিক্রান্ত, বিপদ কেটে গেছে।" ওনার মন্তব্য।

লোকটার সাহস দেখে অবাক লাগে।

সহাস্যমুখে তিনি আমার পিঠ চাপড়ে বললেন, "ভয় নেই গো, বিপদ কেটে গেছে।"

উফফ, কি লাগলো। কোন কাণ্ডজ্ঞান নেই। অসভ্য।

রাত্রে লোকটাকে চেপে ধরলাম, "এই জো নাটের গুরু, গোয়েন্দাগিরিটা একটু বেশী হয়ে যাচ্ছে না? সব কথা খুলে বলো শিগগির।"

ভদ্রলোক দেখলাম উদারতার প্রতিমূর্তি, আমার হাতটা ধরে (বেশি পিরিত) বললেন, "যে ভাবে সুকুমার কার্ডটা ধরিয়ে দিয়ে তড়িঘড়ি পালিয়ে গেলো, পরিষ্কার বুঝলাম যে মনের মধ্যে সে কি চরম যন্ত্রনা বয়ে বেড়াচ্ছে। কিন্তু সে নিজের কষ্টটাকে প্রাধান্য দেবার কথা ভাবতেই পারে না। মিতালীর আনন্দেই তার আনন্দ, তার সুখেই সুখ, তার ইচ্ছাই প্রধান। কিন্তু বুক ফাটে তো মুখ ফোটে না।

ভেবে দেখ, নিঃসন্দেহে সুকুমারের মুখ ফুটে কিছু না বলাটাই তার সবথেকে বড় গুণ এবং দোষ। কখনোই সে মিতালি কে কোন পরামর্শ দেয়নি, মুখ বুজে কাজ করে গেছে। মিতালি আস্তে আস্তে সুকুমারের মানবিক দিকটা আর তারও যে একটা মতামত থাকতে পারে তা সহজেই বিস্মৃত হোল। দুঃখের কথা এই যে যখন মিতালি সুকুমারকে ছেড়ে যাবার ডিসিশন নিলো, সেদিনও সে বলতে পারল না যে 'যেয়ো না'। তার জন্য মিতালীর স্বপ্ন চুরমার হয়ে যাবে তা কি সে কখনোই হতে দেবে না দিতে পারে না। আরো একবার সুকুমার নিজেকে সরিয়ে নিল, মিতালীর পথ থেকে। কিন্ত হৃদয়ের থেকে পারলো না।

এদিকে, মিতালি নিজের সমস্ত উৎসাহ, সমস্ত স্বপ্ন ঢেলে দিল নিজের বুটিকে যা হয় উঠল তার প্রাণ। স্বাভাবিক ভাবেই সুকুমার আস্তে আস্তে তার জীবন আর মন দু জায়গা থেকেই সরে গেল। দুর্ভাগ্য আর কাকে বলে।

এদিকে আমি দেখলাম যে তুমি ওদের বিচ্ছেদে ভীষণ ভাবে এফেক্টেড হয়ে পড়েছ কিন্তু ভুলটাকে ঠিক করার কোনো পথ তোমার কাছে ছিলো না। তাই আমি চেষ্টা করলাম। আমি বুটিকটা খুঁজে বের করলাম আর মিতালি চলে যাবার পর তোমাকে নিয়ে গেলাম সেখানে যাতে তোমার নামধাম লিখে আসতে পারি। সুকুমার গড়িয়াহাটে কি করে তাও নিশ্চিতরূপে বুঝলাম। সে রোজ আসে বৌকে লুকিয়ে দেখতে।

কিন্তু সবই যেত ভেস্তে যদি মিতালি তোমাকে ফোন না করত।

যাই হোক, ও তোমার ডাকে সাড়া দিলো। আমি এমন ভান করলাম যেন আমি যারপরনাই বিরক্ত। ওর কথা শুনে বুঝলাম যে সুকুমারের চান্স খুবই কম, তখন একরকম নিরুপায় হয়েই একটা অন্য বাঁকাপথ ধরলাম। সুকুমারকে আচ্ছা করে গালমন্দ করতে আরম্ভ করলাম, সে যে কতবড় কুচক্রী, অলস আর বাজে লোক তা বোঝালাম। শুনে তুমি আমার ওপর খেপে গেলে। আমি মিতালীর সুপিরিয়র ইন্টেলিজেন্স টাকে টার্গেট করলাম। চেষ্টা করলাম যদি পূনরায় সেই হারানো ভালোবাসা জাগিয়ে তুলতে পারি। সুকুমারের ভালোটা যদি মিতালি দেখতে পেয়ে আমার মোটিভটা বুঝতে পারে।

"ধরো, সুকুমার যদি রাত্রে না আসতো? তাহলে?" আমার কুন্ঠিত প্রশ্ন।

"আসবে না মানে, আমিই তো ওকে বলেছিলাম যেতে!" ওনার গর্জন।


সেই রাতে।

সুকুমারের বিষয়ে তুমি যখন বাজে কথাগুলো বলছিলে তখন আমার ইচ্ছা হচ্ছিলো যে তোমাকে গুলি করে দি।

জানি, তবে আমার গায়ে গুলি লাগতোই না ।

কেন?
আমার কাছে বুলেটপ্রুফ জ্যাকেট আছে যে!

সেকি? কোথায়? দেখিনি তো!

তুমিই আমার বুলেটপ্রুফ জ্যাকেট আদু, তুমি থাকতে কোন বুলেট আমার কাছে পৌঁছাতেই পারবে না ।

ন্যাকা, ছাড়ো, নির্লজ্জ বেহায়া!

গভীর রাতে

বলি হচ্ছেটা কি?

কেন গো? বুঝতে পারছো না?

না, মানে অভ্যাস তো নেই। ক্ষেপে টেপে গেলে নাকি?

আমি আমার বরকে আদর করব তাতে তোমার আপত্তিটা কোথায় মশাই? পাশের বাড়ির লোকটাকে চুমু খেলে কি ভাল লাগবে?

বলতে পারি না। লোকটা শুনেছি মহা খৈনিখোর।

জানি, ৩২০ নম্বর । হ্যাঁগো, তোমাকে প্রথম দিন দেখেই ঠাকুমা একটা সত্যি কথা বলেছিলেন কিন্তু।

বটে! কি বলেছিল ওই শয়তান বুড়ীটা?

বলেছিল, ছোঁড়াটা হাড় হারামজাদা।
Like Reply


Messages In This Thread
RE: সাংঘাতিক সব কান্ডকারখানা - by Trambak - 09-12-2020, 07:48 PM



Users browsing this thread: 3 Guest(s)