Thread Rating:
  • 43 Vote(s) - 3.49 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সাংঘাতিক সব কান্ডকারখানা
#6
ছয়।

সুকুমার কোথায়?" আমি প্রশ্ন করলাম.
"ওকে বুটিকে ছেড়ে এসেছি." মিতু জানালো.
"কি সর্বনাশ, জুতোটা পাল্টিয়েছিস তো," আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলাম?
মিতু আমার গায়ে হাত দিয়ে বললো, "দিদি, আমার সুকুমার যেমন আছে তেমনি যেন থাকে, ওর মিতু পাল্টালে ও মেনে নেবে, মিতু পারবে না."
হক কথা.
এর মধ্যে হটাৎ রসভঙ্গ. দরজায় খটখট, আমার রাক্ষস বরটা ফিরেছে. সেদিনের কথা ভেবে পুনরায় কুন্ঠিত হলাম. তড়িঘড়ি করে মিতুর হাতটা ধরে বললাম, " মিতু, শোন, সেদিনের ঘটনায় আমি সত্যি খুব লজ্জিত, তোর দাদা যে মাঝে মাঝে কি করে না, আমার মাথা কাটা যায়, ভীমরতি হয়েছে, তুই মাপ করে দিস ভাই."
বলতে বলতেই লোকটা এসে হাজির, মিতু কে দেখে একটু থমকে গেলো তার পরমুহূর্তেই নির্লজ্জের মতন হেসে বলে, "এই যে মিতু দেবী, গল্পটা কি দাঁড়ালো তাহলে, আমিও শুনি!"
বলে কি লোকটা?
নচ্ছার লোকটা আমার সামনে এসে বললো, "আদু প্রিয়ে, আমিও একটু চা পাবো না?"
এর মধ্যেই দেখি মিতু আমার বরকে একটা ঢিপ করে প্রণাম ঠুকে দিয়ে বললো, "দাদা, এ জীবনে আপনার এই ঋণ আমি শোধ করতে পাবো না."
তারপর আমাকেও একটা প্রণাম করলো.
ব্যাপার স্যাপার দেখে গা পিত্তি জ্বলে গেলো. আমাকে কেউ কিচ্ছু বলে না!
রাগে গজগজ করতে করতে চা বানাতে গেলাম.
আয়েশ করে চা খেয়ে আর এক প্রস্থ গল্পটা শুনে তিনি আগ্রহ প্রকাশ করলেন, "মিতু দেবী, তাহলে কি বুঝছেন?"
মিতু একটু ভেবে বললো, "দাদা, একটু সাবধানে চলতে হবে, শান্তিনিকেতনে গিয়ে দেখলাম যে ও প্রচন্ড হীনমন্যতায় ভুগছে. বারবার আমাকে দেখে আর নিজেকে আমার সাথে তুলনা করে. আর লজ্জা পায়ে. আমি এর জন্যে নিজেকে ক্ষমা করতে পারিনা. কিন্তু আমাকেই এর সমাধান বের করতে হবে. ওকে আমি আর হারাতে পারবো না."
"কি করবে ভাবছো?" ওঁর প্রশ্ন.
"দাদা, আমি বলেছি যে আমাদের এতো বড় বিসনেস, আমাদের পর কে সামলাবে, ছেলেপুলে হতে হবে তো. ঠিক বলিনি দাদা?" মিতুর জবাব.
দাদা কিছুক্ষন মিতুর দিকে তাকিয়ে থেকে আমাকে বললো, "আদু, মিতু ভালো বলেছে, কি বল? বেশ রোমাঞ্চকর উত্তর, না?"
আমি চুপ.
হটাৎ মিতু তড়িঘড়ি করে উঠে বললো, "দিদি যাই, প্রচুর কাজ বাকি, বিকালে আবার আসবো, ওই মালটাকেও সঙ্গে আনবো."

"শান্তিনিকেতনে কি হোল? সমস্যার কোন সুরাহা? আমার বর বলে উঠলো।

মিতু মাথা নিচু করে পায়ের নখ খুঁটতে লাগলো। কিছুক্ষণ পরে বললো, "দাদা, আপনাদের সামনে কি করে যে বলব জানি না। সে রাত্রে আমরা চার ঘন্টা বাইকে ছিলাম। সে সময় আমি ওর যা নিকতত্ব অনুভব করলাম তা কোনোদিন করিনি। ঠিক করেছিলাম ওকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। যা আমি কখনো দিইনি। শান্তিনিকেতনের আমাদের চেনা হোটেলে আমি সবচেয়ে ভালো ঘরটা নিলাম। আমরা ক্লান্ত ছিলাম, শুয়ে পড়লাম। সুকুমার বিছানার এক পাশে অন্য দিকে মুখ করে শুলো। আমি ওকে জড়িয়ে ধরে নিজের দিকে ঘোরাবার চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই পাশ ফিরলো না। বিছানার কোনটা শক্ত করে ধরে রাখল। আমি অনেক চেষ্টা করলাম, কেঁদে ফেললাম কিন্তু ও ফিরলো না। ওর নিঃশব্দ প্রতিবাদ ওর অভিমানের জানান দিলো। আমি যে ক্ষমা চাইবো সেটুকু সাহসও আমার হলো না। এটা আমার পাওনা ছিল। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। যখন ঘুম ভাঙল তখন দেখি ও পাশে বসে আমার চুলে বিলি কাটছে।"
[+] 10 users Like Trambak's post
Like Reply


Messages In This Thread
RE: সাংঘাতিক সব কান্ডকারখানা - by Trambak - 09-12-2020, 07:40 PM



Users browsing this thread: 2 Guest(s)