09-12-2020, 07:23 PM
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তাই গত দুটো আপডেট পড়তে গিয়েও পড়িনি অথবা কমেন্ট করিনি! নিজে চোখে দেখা, নিজে হাতে শ্মশানে নিয়ে যাওয়া, সেই এক ঘটনার পুনরাবৃত্তি ভীষণ ভাবেই কাঁদিয়ে তুলেছিল! অবশেষে মিতালীর জ্ঞান ফিরেছে দেখেই শান্তি পেলাম আর তাই শেষ পর্যন্ত এলাম !!!!!!!
এবারে একটু হাল্কা ইয়ার্কির পালা, সুনন্দ একদিকে জণি (যোনি) সিন্স একদিকে আবার বারাক ওবামার মতন নিপুণ কর্মকর্তা, এযে দেখি সাউথ ইন্ডিয়ান মুভির হিরোর মতন সব পারে ! এরপর কোনদিন দেখব সুনন্দের পায়ের দাপানিতে রোহিত শেট্টির মুভির মতন এপাশ ওপাশ থেকে গাড়ি উড়ছে !!!!!!!
এবারে একটু হাল্কা ইয়ার্কির পালা, সুনন্দ একদিকে জণি (যোনি) সিন্স একদিকে আবার বারাক ওবামার মতন নিপুণ কর্মকর্তা, এযে দেখি সাউথ ইন্ডিয়ান মুভির হিরোর মতন সব পারে ! এরপর কোনদিন দেখব সুনন্দের পায়ের দাপানিতে রোহিত শেট্টির মুভির মতন এপাশ ওপাশ থেকে গাড়ি উড়ছে !!!!!!!