08-12-2020, 08:56 PM
রিশুর ছবিতে নাক ঘষে দুষ্টুমি করে বলে, “তুমি না মহা শয়তান। আগে কেন দেখা করতে আসোনি আমার সাথে? তুমি যদি আগেই আমার জীবনে আসতে তাহলে কি আর এই অঘটন হত নাকি? নাহ তুমি পালিয়ে চলে গেলে কোথায়, সেই রাঁচি। না হলে কেমন বেশ ছোটবেলায় দেখা হয়ে যেত, একটু লুকিয়ে চুরিয়ে দুষ্টু মিষ্টি প্রেম করতে পারতাম। তা না, মাঝ রাতে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে আমার জীবনে।”
এই মুহূর্তটা কল্পনা করে সত্যি অসাধারণ অনুভূতি হচ্ছে. প্রকৃত ভালোবাসা একেই বলে. ভালোবাসার মানুষটার প্রতি টান, তার অনুপস্থিতিতে তার ছবির সাথে কথোপকথন এগুলো আপনি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন. ❤
দারুন এগোচ্ছে.......