08-12-2020, 01:55 PM
(08-12-2020, 01:40 AM)Rajdip123 Wrote: তোমার এই অবনতি জাস্ট ভাবতে পারছি না I ঐভাবে দুজন সদ্য বিবাহিতা যদি শোয়, তাহলে যদি ঘুম পায়, তাহলে আর বলার কিছু নেই I ঐরকম করে শুলে ঘুম মাথায় উঠে যায় পিনুরাম.... ঘুম পায় না I
দেহ জয় করা খুব সহজ, মন জয় করা কঠিন। সর্বদা ফুটোর দিকে নজর থাকলে এক সময়ে এমন ব্যাধি হবে যে আর দাঁড়াবে না, ( এটা আমার কথা নয় আমি একটা খবরের কাগজে পড়েছি ) তাই ফুটো ছেড়ে হৃদয়ের দিকে মন দিয়েছে রিশু, ঝিনুক ওর স্ত্রী এখানে পরকীয়া যৌন সঙ্গমের কিছুই নেই যে ওকে তাড়াহুড়ো করতে হবে। হৃদয়ে প্রেম জাগুক, শরীর তো আজ যৌবন কাল বার্ধক্য !!!!!!
যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম
হৃদয় আছে যার সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে,
কেউ কি ভেবেছিল শ্যাম কে ভালোবেসে
রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে!