08-12-2020, 12:49 AM
(08-12-2020, 12:40 AM)sorbobhuk Wrote: খুব সুন্দর হয়েছে ভাই। এক রাতেই রিশু ও ঝিনুকের মাঝে যে প্রেম শুরু হয়ে গেছে তাতে তো মনে হচ্ছে শীগ্রই এটা রোমাঞ্চকর আপডেট পেতে চলেছি। কিন্তু রিশু কি তার প্রেয়সীকে সঙ্গে নিয়ে যাবে না। আমার মনে হচ্ছে রিশু ঝিনুককে সারপ্রাইজ দিবে যে তুমি-আমি যাচ্ছো আমার সাথে। দেখি কি করে রিশু।
সেই বিখ্যাত দাড়ি ওয়ালা দাদুর একটা গান ভীষণ ভাবেই মনে পরে গেল --
আমি পথ ভোলা এক পথিক এসেছি,
সন্ধ্যাবেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা
আমায় চেন কি।
চিনি তোমায় চিনি নবীন পান্থ
বনে বনে ওড়ে তোমার রঙ্গিন বসনপ্রান্ত
ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী
তোমার পথে আমরা ভেসেছি ...