07-12-2020, 09:33 PM
(07-12-2020, 08:32 PM)pinuram Wrote: ঝিনুকের কিন্তু দুই পায়েই নুপুর, সেই নুপুরের নিক্কনে প্রেমে উন্মাদ হয়ে গেছে রিশু, তুমি ও তোমার দেবিকাকে কোনদিন নুপুর পরিও! ফর্সা গোল গোড়ালিতে বাঁধা রুপোর নুপুর, চলতে ফিরতে ছনছন করে বেজে উঠছে, বিশেষ করে যখন তোমার সাথে একটু অনুরাগ মেশান গোসা করে পা দাপিয়ে তোমাকে খেপিয়ে তুলে তোমার সামনে দিয়েই পেলব দেহপল্লবে মদালসা চালে ভারী নিতম্ব দুলিয়ে চলে যায়, তখন কেমন লাগে একবার জানাবে !!!!!
সে আর বলতে, আমার দেবিকাও তো পায়ে নুপুর বেঁধে ঝুনঝুন শব্দের মূর্ছনা তুলে সবসময় আমার চারপাশে ঘুরঘুর করে নিজের উপস্থিতি জানান দিতে পছন্দ করে
তোমার বাতলে দেওয়া রেসিপির চা আজকে খেলাম আমরা ! দারুন লাগলো, একটু টক একটু মিষ্টি