07-12-2020, 09:06 PM
(07-12-2020, 09:03 PM)Kolir kesto Wrote: সেটা অবশ্যই চেষ্টা করবো আমার ক্ষদ্র মস্তিস্ক দিয়ে। কিন্তু হয়তো সেটার সঠিক সময় এখনো আসেনি। কারণ আমি এই মুহুতে দেবু চরিএ টাকে যে যাবে উপস্থাপন করেছি। সেই জায়গায় দাড়িয়ে দেবুর চোখে পার্বতী একটা পবিএ উচ্ছল দেবী প্রতিমা। পার্বতীকে দেখে দেবুর ভিতর এখনো কোন কাম ভাবের বা কামনীয় দৃষ্টির উদয় হয়নি।
তাছাড়া আপনার দেখে লেখা শেখার চেষ্টা করেছি। তাই আমার গল্পেও যৌনতা খুব সামান্য।
আর সত্যি বলতে আমি না ওই জাগয়াটাতে খুব দুর্বল । হঠ্যৎ আমার প্রেমিকা আমাকে ফোন দিয়ে বলে আমার চোখ দুটা কেমন ?? সত্যি বলছি দাদা আমি কোন ভালো উত্তর দিতে পারিনি। তাই এখন রাগ করে বলে " তুমি শুধু গল্পতেই রোমান্টিক কাজের বেলায় কিছুই না" !
বুঝলাম, ওই বিষয়ে তাহলে একদম স্পিক্টি নট ! কিছু কিছু তাহলে ধরতে পারছি মনে হচ্ছে, "চারুলতা" চাই কিন্তু !!!!!!