07-12-2020, 09:03 PM
(07-12-2020, 07:49 PM)pinuram Wrote: বেশ দারুন একটা সোঁদা সোঁদা গন্ধ পাচ্ছি, বর্ষার প্রথম দিনের মাটি ভেজার গন্ধ, বকুলের গন্ধ, দেওর বউদির প্রেমটা একটু একটু করে জমে উঠুক! সত্যজিৎ রায়ের "চারুলতা" গল্পটা ভীষণ ভাবেই মনে পরে যাচ্ছে! গল্পটা যখন তৃতীয় বচনে লেখা আর যখন এটা প্রাপ্ত বয়স্কদের জন্য গল্প তখন একটু এই পার্বতী বৌদির শারীরিক গঠন ফুটিয়ে তুলুন, সব সময়ে সব কিছু দেবুই দেখবে সেটা তো হয় না, পাঠকের মন চায় এই সুন্দরী মহিলার রূপ দর্শন করতে !!!!!!সেটা অবশ্যই চেষ্টা করবো আমার ক্ষদ্র মস্তিস্ক দিয়ে। কিন্তু হয়তো সেটার সঠিক সময় এখনো আসেনি। কারণ আমি এই মুহুতে দেবু চরিএ টাকে যে যাবে উপস্থাপন করেছি। সেই জায়গায় দাড়িয়ে দেবুর চোখে পার্বতী একটা পবিএ উচ্ছল দেবী প্রতিমা। পার্বতীকে দেখে দেবুর ভিতর এখনো কোন কাম ভাবের বা কামনীয় দৃষ্টির উদয় হয়নি।
Reps Added +1
তাছাড়া আপনার দেখে লেখা শেখার চেষ্টা করেছি। তাই আমার গল্পেও যৌনতা খুব সামান্য।
আর সত্যি বলতে আমি না ওই জাগয়াটাতে খুব দুর্বল । হঠ্যৎ আমার প্রেমিকা আমাকে ফোন দিয়ে বলে আমার চোখ দুটা কেমন ?? সত্যি বলছি দাদা আমি কোন ভালো উত্তর দিতে পারিনি। তাই এখন রাগ করে বলে " তুমি শুধু গল্পতেই রোমান্টিক কাজের বেলায় কিছুই না" !

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!
