07-12-2020, 07:55 PM
(07-12-2020, 06:49 PM)Kolir kesto Wrote: সবার মত আমি ও বলবো খুব সুন্দর হয়েছে। বাট ক্ষমা করবেন একটা লাইনের কিছু মিসিং মনে হলো। দেবিকা বললো প্রথম দিন বাসায় এসে উজানকে দেখে থমকে যাবার কারণ। তার রক্ষাকর্তা কে আবার দেখতে পাবে এটা আশা করেনি তাই। কিন্তু আগে তো বলা আছে এই উজান তার শিক্ষক তাহলে ? আগে তো বহু বার দেখা হয়েছে এমনকি চাইলে কথাও হতো।
জানিনা আমি নিজে ভুল করছি কিনা। লেখক অবশ্যই আমাকে নিজ গুনে ক্ষমা করবেন । প্রণাম দিবেন। রেপু রইলো
ছোটি মুহ বড়ি বাত, অপরাধ মার্জনা করিবেন -- আসলে এই গল্প অন্য একজন শুরু করেছিলেন, তখন তার মাথায় ধর তক্তা মার পেরেক ছাড়া আর কিছু ছিল না, সুতরাং তিনি কি লিখেছেন না লিখেছেন সেটা নিয়ে আমাদের বেশি না ভাবলেই ভালো! আমাদের আদরের ফুন্টাস্টিক দাদা যেখান থেকে গল্প শুরু করেছে সেখান থেকেই বলছি, দেবিকা উজানের প্রেমে প্রথম দিন থেকেই সেটাই আমাদের ধরে নিতে হবে তবেই হবে এদের বিয়ে !!!!!!