07-12-2020, 07:03 PM
(07-12-2020, 06:49 PM)Kolir kesto Wrote: সবার মত আমি ও বলবো খুব সুন্দর হয়েছে। বাট ক্ষমা করবেন একটা লাইনের কিছু মিসিং মনে হলো। দেবিকা বললো প্রথম দিন বাসায় এসে উজানকে দেখে থমকে যাবার কারণ। তার রক্ষাকর্তা কে আবার দেখতে পাবে এটা আশা করেনি তাই। কিন্তু আগে তো বলা আছে এই উজান তার শিক্ষক তাহলে ? আগে তো বহু বার দেখা হয়েছে এমনকি চাইলে কথাও হতো।
জানিনা আমি নিজে ভুল করছি কিনা। লেখক অবশ্যই আমাকে নিজ গুনে ক্ষমা করবেন । প্রণাম দিবেন। রেপু রইলো
হ্যাঁ ভালো কথা বলেছো, ওই জায়গাটা লেখার সময় আমার মনে হচ্ছিল এই লাইনটা দেবো কিনা। আসলে কলেজে অত ছাত্র-ছাত্রীর মাঝে উজানের সঙ্গে ওর কথা হয়নি, সামনা সামনি ভালো করে দেখেও নি, একটা চাপা অপরাধবোধ বা সংকোচ ছিল যেটা উজানের বাড়িতে যাবার পর কেটে যায় আর তুমি এসব প্রণাম টনাম বন্ধ করো তো