07-12-2020, 06:49 PM
সবার মত আমি ও বলবো খুব সুন্দর হয়েছে। বাট ক্ষমা করবেন একটা লাইনের কিছু মিসিং মনে হলো। দেবিকা বললো প্রথম দিন বাসায় এসে উজানকে দেখে থমকে যাবার কারণ। তার রক্ষাকর্তা কে আবার দেখতে পাবে এটা আশা করেনি তাই। কিন্তু আগে তো বলা আছে এই উজান তার শিক্ষক তাহলে ? আগে তো বহু বার দেখা হয়েছে এমনকি চাইলে কথাও হতো।
জানিনা আমি নিজে ভুল করছি কিনা। লেখক অবশ্যই আমাকে নিজ গুনে ক্ষমা করবেন । প্রণাম দিবেন। রেপু রইলো
জানিনা আমি নিজে ভুল করছি কিনা। লেখক অবশ্যই আমাকে নিজ গুনে ক্ষমা করবেন । প্রণাম দিবেন। রেপু রইলো
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!