07-12-2020, 12:20 AM
(06-12-2020, 11:20 PM)pinuram Wrote:
নোবিতার কথা বাদ দিলাম, তুমি যেটা আমাকে মনে করিয়ে দিলে সেটা হল আমার ছোট বেলা, সত্যি অন্যের গাছের আম চুরি করে খাওয়াতে যে কি মজা ছিল সেটা এখনকার শহুরে ছেলে মেয়েদের বলে বুঝানো সম্ভব নয়! বিশেষ করে পুকুরে ঢিল মেরে কম্পিটিশান করা, কার বেশি দূরে লাফ দিয়ে যায়! সত্যি কি মানুষ উন্নতি করছে নাকি এগিয়ে যাওয়ার নাম করে মানুষ পিছিয়ে যাচ্ছে, মনুষ্বত্ত ধিরে ধিরে লোপ পাচ্ছে, মানুষ ইঁদুর দৌড়ে আজ মরিয়া হয়ে দৌড় লাগাচ্ছে!!!!!
একদমই দাদা.....
আমরা যে ছোটবেলা কাটিয়ে এসেছি আর আজকের ছোটরা যে শৈশব কাটাচ্ছে তাতে অনেক পার্থক্য এসে গেছে. প্রগতি ও সাফল্যের চাহিদা তখনো ছিল আজও আছে ও ভবিষ্যতেও থাকবে কিন্তু ওই অসাধারণ মুহুর্তগুলো আর আজ নেই. কমে গেছে সেই কলেজ থেকে ফিরে খেয়ে মাঠে দৌড়ে খেলতে যাওয়া, বন্ধুদের সাথে সাঁতার কাটা, মাছ ধরা, রবিবারে শক্তিমানের অপেক্ষা, শুনতে পাইনা আর সেই জঙ্গল বুকের অসাধারণ গানটা. নেই সিম্বা, টম জেরি, নেই সেই নিষ্পাপ আনন্দ. আজ শুধুই নিজ যোগ্যতা প্রমানের লড়াই...... ছোট থেকেই তার প্রস্তুতি. সব ভুলে সাফল্যের পথে দৌড়. এই প্রগতি কি সত্যিই প্রগতি? বিবেকের মাধ্যমে আমি এটাই ফুটিয়ে তুলতে চেয়েছি.