06-12-2020, 10:55 PM
(06-12-2020, 09:57 PM)pinuram Wrote: করেছ কি? আমি অত বড় কোন মানুষ নয় যে আমার নামে গল্প উৎসর্গ করবে! এই অধম সত্যি ধন্য তবে এটা সত্যি আমার প্রাপ্য নয়! বুক ভরা ভালোবাসা রইল !!!!!!
শুরুতেই যখন পাখীর কিচির মিচির আছে তখন বুঝতেই হবে যে গল্পে প্রচুর কিচির মিচির হবে! শুরুটা দুর্দান্ত, বলে যায় এক কথায় যে গল্প নয়, যেন ছবি দেখছি। এই রকমের চৈতালি এই পৃথিবীতে অনেক, তবে শুধু মেয়েদের দোষ দিলেও চলে না, মেয়েরাও সেফটি, সিকিউরিটি চায়, শুধু মাত্র ভালোবাসা দিয়ে পেট ভরে না, পেট ভরাতে অনেক কিছুই লাগে। হয়ত কোন চৈতালি না হোক কোন মিতালী নিশ্চয় এই দেবুর জন্য কোথাও না কোথাও অপেক্ষা করে আছে !!!!!!
সত্যি বলতে নতুন লেখার আর কোন ইচ্ছা ছিলো না। কিন্তু আপনাকে সাইটে Active পাবার পর মনে হচ্ছিলো ইরোটিক সাহিত্যর দেবতাকে কাছে পেয়েও কোন নৈবত্য দিবো না। তাই অধমের ছোট প্রচেষ্টা। আমি বড় কোন লেখক না মাএ নিজ খেয়ালে দু একটা লিখেছি। আমার নৈবত্য গ্রহণ করলে ধন্য হবো। ভালবাসা ,শ্রন্ধা রইলো।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!