06-12-2020, 12:57 AM
(This post was last modified: 06-12-2020, 01:01 AM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে,
কেন বলো কাঁদালে আমায়,
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে,
আমার এ মন বুঝি মন নয়, যাবার বেলায়
হাসি আর গানে গানে এতদিন
ফুল ফোটানোর খেলা চলেছিল,
যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল,
ব্যাথায় ব্যাথায় তাকে মনে পরে যায়
যাবার বেলায় !!!!!!
গল্পটা কোথা থেকে শুরু হয়েছিল, সেখান থেকে যেভাবে তুমি এটাকে টেনে এক ভিন্ন মাত্রা দিয়েছ সেটা সত্যি অনবদ্য। গল্পের মোড় যে এভাবে ঘুরে যাবে এটা আশা করিনি, তবে হ্যাঁ এটা জানতাম যে কোন দুর্বিপাকে পরেই দেবিকাকে দেহপসারিণী হতে হয়েছে, বাবা মা মারা গেছে এই পর্যন্ত অনুমানিক ছিল, কিন্তু ওর রক্ষা কর্তা যে উজান হবে সেটা ভাবিনি আর এটাও ভাবিনি যে শেষ পর্যন্ত তুমি কাঁদিয়ে ছাড়বে। কারণ, দেবিকার লিভার ক্যানসার, শেষ দৃশ্য ভীষণ হৃদয় বিদারক হয়ত এটাই ওদের শেষ রাত, জানিনা, মানতে ইচ্ছে করছে না একদম, আমার সুন্দরী রূপসী দেবিকা এত তাড়াতাড়ি চলে যাবে !!!!!!!
কেন বলো কাঁদালে আমায়,
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে,
আমার এ মন বুঝি মন নয়, যাবার বেলায়
হাসি আর গানে গানে এতদিন
ফুল ফোটানোর খেলা চলেছিল,
যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল,
ব্যাথায় ব্যাথায় তাকে মনে পরে যায়
যাবার বেলায় !!!!!!
গল্পটা কোথা থেকে শুরু হয়েছিল, সেখান থেকে যেভাবে তুমি এটাকে টেনে এক ভিন্ন মাত্রা দিয়েছ সেটা সত্যি অনবদ্য। গল্পের মোড় যে এভাবে ঘুরে যাবে এটা আশা করিনি, তবে হ্যাঁ এটা জানতাম যে কোন দুর্বিপাকে পরেই দেবিকাকে দেহপসারিণী হতে হয়েছে, বাবা মা মারা গেছে এই পর্যন্ত অনুমানিক ছিল, কিন্তু ওর রক্ষা কর্তা যে উজান হবে সেটা ভাবিনি আর এটাও ভাবিনি যে শেষ পর্যন্ত তুমি কাঁদিয়ে ছাড়বে। কারণ, দেবিকার লিভার ক্যানসার, শেষ দৃশ্য ভীষণ হৃদয় বিদারক হয়ত এটাই ওদের শেষ রাত, জানিনা, মানতে ইচ্ছে করছে না একদম, আমার সুন্দরী রূপসী দেবিকা এত তাড়াতাড়ি চলে যাবে !!!!!!!