05-12-2020, 10:29 PM
এতদিন তো বড়োদের মানে অ্যাডাল্ট গল্প লিখলাম..... তাই ভাবলাম একদমই অন্য কিছু লিখি. ডিসেম্বর মাস হলো ছোটদের মাস. তাই ভাবলাম ওদের মতো করে কিছু লিখি. আমি জানি এখানে বোড়োরাই আসে গল্প পড়তে. এই স্থান ছোটদের জন্য নয়. কিন্তু আমাদের মধ্যেও কোথাও সেই ছোট বাচ্চাটা আজও লুকিয়ে আছে.... তাই সেই লুকিয়ে থাকা বাচ্চাটার জন্য লিখলাম এক পাতার/ আপডের ছোট্ট একটা গল্প. অচেনা অতিথি
কাল সন্ধেবেলায় আসছে.