05-12-2020, 06:23 PM
(04-12-2020, 06:38 PM)pinuram Wrote: এতদিন মানে এক বছর কোয়েল পাশে আসতে চেয়েছিল কিন্তু সুনন্দ আটকে রেখেছিল তাই রাস্তায় একা পেয়ে কোয়েল বেদম কেলিয়েছে !!!!!!!
(04-12-2020, 08:01 PM)Mr Fantastic Wrote: এ বাওয়া কোয়েল রাস্তায় কেলিয়ে দিল ? !!
(04-12-2020, 09:58 PM)pinuram Wrote: ক্যালান মানে সে রাম ক্যালান, তুমি যদি একবার দেখতে, হাতে চটি নিয়ে এই মারে কি সেই মারে! তবে কোয়েলের জন্য প্রচন্ড মায়া হচ্ছিল, এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন, ভাবতে পারা যায় সুনন্দের পাশে বেড়ালের মতন ঘুরঘুর করেও কোন লাভ হয়নি, সেই ক্ষোভ যাবে কোথায়। তাই আর ইচ্ছে করেই কোয়েলের হাত থেকে দাদাকে বাঁচাতে যাইনি। খাক ক্যালানি উদোম ক্যালনি খাক !!!!!!!
(04-12-2020, 11:54 PM)Mr Fantastic Wrote: ফাঁকা রাস্তায় সুনন্দকে একা পেয়ে কোয়েল শুধু চটিপেটা করলো, আর কিছু করলো না ?সব বোকাচোদা গুলো ঘেঁটে একেবারে ঘ গো। .