05-12-2020, 11:02 AM
(04-12-2020, 11:58 PM)pinuram Wrote: ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে বলে, “নট ইউ। দশ বছর আগে বাবার ট্রান্সফার হল কোলকাতায়। রানীগঞ্জের সব বন্ধু বান্ধবী ছেড়ে আসতে আমার ভীষণ খারাপ লেগেছিল, কিন্তু কিছুই করার ছিল না। আমার খুব নাচের শখ ছিল জানো। আমার মামতো দিদি রুহি খুব সুন্দর নাচতে জানে, শান্তিনিকেতন থেকে নাচে বি মিউজ করেছে। রুহিদিকে দেখে আমারও শখ হয়েছিল যে আমিও নাচ শিখবো। কিন্তু যেহেতু আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার পিসতুতো দাদা আর দিদি দুইজনেই ইঞ্জিনিয়ার তাই আমাকেও বলা হল যেন আমি সায়েন্স নিয়ে পড়াশুনা করি। আমি মাকে কত করে বললাম যে আমি শান্তি নিকেতনে নাচ নিয়ে পড়াশুনা করতে চাই। কেউ শুনলো না, মা আমাকে শাসিয়ে বললে যে নাচে ভবিষ্যৎ নেই, জীবন নেই, এই সিনেমা টিভিতে হয়ত নেচে বেড়াতে হবে। যখন আমাকে নাচ শিখতে দেওয়া হল না তখন আমি বেপরোয়া হয়ে গেলাম। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট আর করলাম না।” রিশুর বুকের ওপরে আবার আছড়ে পরে কেঁদে ফেলে, “আমি খুব বাজে মেয়ে রিশু... আমি খুব খারাপ মেয়ে...”
Best part of this update...
আমরা (মানে মাঝবয়সী মধ্যবিত্ত মানসিকতার কিছু মানুষের কথা বলছি) খুব সহজেই এখনকার জেনেরেশনএর ছেলেমেয়েদের উৎশৃঙ্খলতাগুলোকে একটা বিশেষণে দাগিয়ে দিই... কিন্তু তাদের পেছনে এই আমাদেরই মত বাবা মায়েদের অবুঝ আবদারের ফল স্বরূপ যে এই ভাবে কৈশরের সন্ধিক্ষণে দাড়িয়ে থাকা ছেলেমেয়েগুলোর ইচ্ছা অনিচ্ছা ভেঙে দুমড়ে যায়, সেটা খেয়াল করিনা... তাদের স্বপ্নের কোন দাম থাকে না আমাদের নিজেদের ইচ্ছার কাছে...
কিছু দিন আগেই আমি একটা মন্তব্য করেছিলাম, তুমি বড্ড ভালো বাবা... আজ আরো একবার তার প্রমাণ পেলাম পিনু... অতুলনীয়...
রেপু + লাইক রইল একরাশ ভালোবাসার সাথে...
তুলসি পাতা দিয়ে বাড়িতে বউকে বলবো এই ভাবেই চা বানিয়ে খাওয়াতে... যদি ভালো হয় তো ভালো, আর না হলে, শালা তিন পেগ স্কচ চাই এর বদলে...