05-12-2020, 01:04 AM
(04-12-2020, 11:58 PM)pinuram Wrote: কথাটা শুনে কান্না ভুলে রিশুর দিকে মুখ তুলে তাকায় ঝিনুক, “হু আর ইউ?”
ঝিনুকের নাকের ওপরে নাক ঘষে আদর করে বলে, “তোমার ঘুড়ির লাটাই।”
প্রিয়তমাকে...
বধূ...
কত বন্ধুর পথ পার হয়ে আজ দাড়িয়েছি
তোমার হাতটি হাতে নিয়ে,
তোমায় নিয়ে এই অনিশ্চিত গহীন সাগরে
ঝাঁপিয়ে পড়বো বলে ।
সেই অসম্ভব অনিশ্চিত সময় গুলোতে
আমরা যে অপরিনত সপ্ন গুলো দেখতাম
তাদের পূর্না করতেই
আমরা আজ পাশাপাশি ।
প্রথম সূর্যালোকের মত
নরম আর অদূরে হবেনা জানি
আমাদের আগামী সময়...
জানি শীতের সকালের
গরম কফির মত মিষ্টি হবেনা
সব মুহূর্ত গুলো...
তবুও এটুকু বলি
দুপুরে তপ্ত প্রখর রোদে
যখন প্রাণ ওষ্ঠাগত
তখন অন্তত আমার দুটো হাত
থাকবে তোমার ওপরে,
বট বৃক্ষের মত
ছায়া দিয়ে যাবে অনন্ত কাল ।
হয়ত ফ্রিজের মত
গ্লাসের চারপাশে
বিন্দু বিন্দু জল জমতে পারবোনা,
তবুও; অতৃপ্ত পিয়াসীর পিয়াস মেটাতে পারব
এটুকু কথা দিতেই পারি তোমায়.....
......ভবঘুরে