04-12-2020, 11:54 PM
(04-12-2020, 09:58 PM)pinuram Wrote: ক্যালান মানে সে রাম ক্যালান, তুমি যদি একবার দেখতে, হাতে চটি নিয়ে এই মারে কি সেই মারে! তবে কোয়েলের জন্য প্রচন্ড মায়া হচ্ছিল, এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন, ভাবতে পারা যায় সুনন্দের পাশে বেড়ালের মতন ঘুরঘুর করেও কোন লাভ হয়নি, সেই ক্ষোভ যাবে কোথায়। তাই আর ইচ্ছে করেই কোয়েলের হাত থেকে দাদাকে বাঁচাতে যাইনি। খাক ক্যালানি উদোম ক্যালনি খাক !!!!!!!
ফাঁকা রাস্তায় সুনন্দকে একা পেয়ে কোয়েল শুধু চটিপেটা করলো, আর কিছু করলো না ?