04-12-2020, 10:32 PM
(04-12-2020, 10:24 PM)Mr Fantastic Wrote: আমি চাইলেই তোমার মনের মতো এই দৃশ্য বর্ণনা করতে পারতাম গল্পে, কিন্তু সেই চেষ্টা করিনি। কারণ মানসিকভাবে বিপর্যস্ত দেবিকা উজানের বুক আঁকড়ে জড়িয়ে ওর চওড়া পিঠে মাথা রেখে ভরসার আশ্রয়স্থল খুঁজেছিল, ওর মনে তখন এই প্রেমাবেগ আসেনি। আর উজানের মস্তিস্কও চাইছিল যত দ্রুত সম্ভব বাড়িতে নির্বিঘ্নে পৌঁছতে। তাই সে পিঠের ওপর দেবিকার নধর দেহপল্লব আর ভরাট স্তনযুগলের চাপ টের পেলেও উদ্বেলিত হয়নি। আমি তৃতীয় বচনে লিখলে এগুলো উল্লেখ করতে পারতাম গল্পে
জানি বলেই আমি তৃতীয় বচনে এটা লিখেছি!!!!!