04-12-2020, 10:24 PM
(04-12-2020, 09:54 PM)pinuram Wrote: যা ভয় করেছিলাম, অকুপেশানাল হ্যাজারড, এটাই হয়ে থাকে!
ইসসস ফাঁকা রাস্তা, ব্যাথিত দেবিকা, উজানকে দুই হাতে আস্টেপিস্টে পেছন থেকে জড়িয়ে ধরে। দেবিকা উজানের বাম কাঁধের ওপরে থুঁতনি রেখে পেছন থেকে পেলব বাহুদ্বয় দিয়ে বাহুপাশে বেঁধে নিল, উজানের পিঠের ওপরে নিটোল পীনোন্নত স্তন যুগল ভীষণ ভাবেই পিষে ধরে, হাওয়ার সাথে উড়ে চলে যেতে উন্মুখ হয়ে ওঠে ওর প্রান! উজানের কানের পাশে দেবিকার উষ্ণ শ্বাসের ঢেউ বয়ে উজানের মস্তিস্কের ঘিলু নাড়িয়ে দেয়। উজানের পিঠের উত্তাপে ব্যাথিত হৃদয়ে প্রশান্তির শিতল মলয় বইতে শুরু করে। এলো চুল হাওয়ার সাথে কথা বলতে বলতে বুকের পাঁজর গান গেয়ে ওঠে -- আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার সাথে !!!!!
আমি চাইলেই তোমার মনের মতো এই দৃশ্য বর্ণনা করতে পারতাম গল্পে, কিন্তু সেই চেষ্টা করিনি। কারণ মানসিকভাবে বিপর্যস্ত দেবিকা উজানের বুক আঁকড়ে জড়িয়ে ওর চওড়া পিঠে মাথা রেখে ভরসার আশ্রয়স্থল খুঁজেছিল, ওর মনে তখন এই প্রেমাবেগ আসেনি। আর উজানের মস্তিস্কও চাইছিল যত দ্রুত সম্ভব বাড়িতে নির্বিঘ্নে পৌঁছতে। তাই সে পিঠের ওপর দেবিকার নধর দেহপল্লব আর ভরাট স্তনযুগলের চাপ টের পেলেও উদ্বেলিত হয়নি। আমি তৃতীয় বচনে লিখলে এগুলো উল্লেখ করতে পারতাম গল্পে