04-12-2020, 08:41 PM
(04-12-2020, 12:50 AM)Mr Fantastic Wrote: অসাধারণ, কি দারুন মনোমুগ্ধকর প্রাণবন্ত বর্ণনা ! গল্পের পাতা থেকে উঠে দুই মানব -মানবী যেন আমার চোখের সামনে ঘোরাফেরা করছে ! আজকের পর্বটা পড়ে আরও বেশি করে মনে হচ্ছে Pinuram, the king of romance & eroticism !! ( দুর্ভাগ্যবশত আমার মাথায় কোনো কবিতা বা গানের পংক্তি আসে না, কি নিরেট আমি )
(04-12-2020, 12:51 AM)Mr Fantastic Wrote: উত্তম - সুচিত্রা
(04-12-2020, 05:53 PM)Mr Fantastic Wrote: বেকার আম-দুধে আঁটি হয়ে থেকে লাভ নেই দেবুদা !
(04-12-2020, 08:06 PM)Mr Fantastic Wrote: তা বটে, এতো সুন্দর প্রেমমধুর পরিস্থিতিতে দুই কপোত-কপোতীর শরীর-মন কাছাকাছি এসেছিলো, হঠাৎ করে মাঝরাতে চা পানের বিরতি কেন !! হোটেলে অতো কিছু খেয়ে এখন কিনা চা ! কোথায় ভাবলাম ঝিনুক হয়তো বলবে, " এই শোনো না, চুমু খাবে ? "
মাথাটা ভীষণ ভাবেই চিনচিন করছে জানো, তুমি তো হুইস্কি খেলে না, এক গ্লাস ওয়াইন নিয়েই সারা সন্ধ্যে বেলা কাটিয়ে দিলে। একবার আমার অবস্থা ভেবেছ? ওইভাবে দুই গ্লাস ওয়াইনের পরে স্কচ অন রক্স, শালিনী কি যে খাওয়ালও জীবনে ওই হুইস্কির নাম পর্যন্ত শুনিনি। তারপরে আবার ঠান্ডাতে জ্যাকেট খুলে নাচানাচি, জানো ভীষণ ভাবেই ইচ্ছে করছিল আরো মাতাল হতে, কিন্তু তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে ছিলে তাতে একটু ভয় হচ্ছিল তাই আর আমি হুইস্কি খেলাম না! আমি কি বুঝতে পারি না তুমি কি চাও? কিন্তু এতদিন তুমি ভিজে বেড়াল হয়েছিলে তাহলে এত তাড়াতাড়ি কেন কাছে আসতে দেবো? মজা পেয়েছ নাকি? তুমি যদি বেড়াল হতে পারো তাহলে আমি কিন্তু জেরি, বুঝলে সোনা, ধরতে এলে ফস্কে যাবেই !!!!!!
(সোজা ঝিনুকের উত্তর নিয়ে তোমাকে লিখলাম, এরপরে পিনুকে আর কিছু বলতে পারবে না)