04-12-2020, 02:40 PM
(04-12-2020, 12:35 PM)bourses Wrote: বাবান আর রাজদীপ কিন্তু ঠিক কথাই বলেছে... এটা কি হলো? মাঝরাতে এই সময় চায়ের বিরতি??? এটা কি ঠিক? রিশু তাও একবার না বলল, কিন্তু পিনু সেটা শুনতে পেলে তো? ও ব্যাটা কোন দিকে তাকিয়ে ছিল কে জানে... আরে ভাই, এই সময় কেউ চা খায় নাকি? এই সময়... এ তোমায় নিয়ে আর পারা গেলো না দেখছি... নিজে তো মাল টানো, তা চায়ের কথাটা এখন মাথায় এলো কোন কুক্ষনে শুনি...দেবু কোথায় যাবে আবার , স্বমহিমায় এখানেই বিরাজিত আছে সে .....
আর রাজদীপও ঠিক ধরেছে... ওই ভাবে অনুবাদ দেবার মানেটা কি?
.
.
.
.
আহা... তোমার গল্প পড়তে পড়তে তো সবার হৃদয়ে কবিতা উছলিয়ে উঠছে গো... এই না হলে গল্প... সবার হৃদয়ে প্রেমের জোয়ার আনিয়ে ছেড়েছ একেবারে... যাকে খুশি জিজ্ঞাসা করে দেখ, প্রত্যেকে এক বাক্যে বলবে যে সকলে এখন ঝিনুকের প্রেমে হাবুডুবু খাচ্ছে...
(দেবুউউউউউউ... তুমি গেলে... আর তোমার হাতে ঝিনুক থাকলো না... ওকে নিয়ে এবার সবাই টানাটানি শুরু করে দিয়েছে... রীতি মত গান আর কবিতা শোনাতে শুরু করেছে... দেখ, এবার তুমি কি করবে...)
"এই মধূ রাত শুধু ফুল পাপিয়ার
এই মায়া রাত শুধু তোমার আমার..."
রেপুর + লাইক রইল গুরু
আর একটা কথা জেনে রাখো ভালো করে , তোমাদের ওসব গান আর কবিতায় কিস্সু হবে না গো বাওয়া !!
দেবুর কাছ থেকে ঝিনুককে ছিনিয়ে নেওয়া এতো সহজ নয় .....