04-12-2020, 02:11 PM
ও, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি... গল্পটা পড়তে পড়তে কেন জানি না, হটাৎ করেই 'পরি'র নামটা মাথায় চলে এলো... যদিও জানি, এই গল্পের সাথে পরির কোন মিল নেই... তবুও... রিশুর ঝিনুকের প্রতি অনুরাগ দেখতে দেখতে... ভুল বললাম, পড়তে পড়তে, 'পরি'কে যেন ফিরে পেলাম... হয়তো কাকতালিয়ই হবে...