04-12-2020, 12:59 AM
(03-12-2020, 09:32 PM)Kolir kesto Wrote: গল্পটা এই মাএ প্রথম থেকে পড়ে শেষ করলাম। আগের লেখকের হয়তো খুব তাড়া ছিলো লেখার সময়। কিন্তু আপনার পর্ব গুলা পড়ে ভালো লাগলো। যদিও আপনার মত জাত লেখকের পরামর্শ দেবার প্রয়োজন মনে করিনা তবুও বলছি এই গল্পটা যদি আরো বড় করার ইচ্ছা থাকে তাহলে Sex টা একটু কমিয়ে ,মনের ভালবাসার দিকে একটু বেশি নজর দিয়েন। কারণ প্রথম লেখকের চোখে শুধুই যৌনতা ছিলো। যেটা গল্পের ক্ষেএে আমার একটু চুলকানি আছে।
সব মিলিয়ে ভালো লাগলো। আপনি জাত লেখক তাই আর লুকিয়ে থাকার সুযোগ নেই। যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পরেন। আশা রাখি আরো অনেক সৃষ্টি পাবো।
রেপু রইলো । প্রণাম নিবেন অধমের!!
তোমার মতো প্রতিভাবান লেখকের আমার গল্প ভালো লাগছে দেখে ভরসা পেলাম। তবে গল্পটা বেশিদূর টানবো না, অযথা বড়ো করলে গল্পের গতি বা আকর্ষণ নষ্ট হতে পারে। আর এটা নিশ্চই বুঝতে পেরেছো উজান-দেবিকার সম্পর্ক শুধু শরীরে আটকে নেই আর, ওদের মধ্যে প্রেমের বন্ধন অনেক আগেই এসে গেছে কিন্তু তা অনুচ্চ। সর্বোপরি, প্রণাম নেবেন অধমের - এসব কি কথা কেষ্টদা ? ভালোবাসা নেবে বললে আরও খুশি হতাম বন্ধু