03-12-2020, 09:04 PM
এই পর্ব টা পড়ে পুরনো একটা গান মনে পড়ে গেলো
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,
তুমি যে আমার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
আমারি পরাণে আসি,
তুমি যে বাজাবে বাঁশি
সেই তো আমারি সাধনা,
চাইনাতো কিছু আর
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
তুমি যে আমার দিশা,
অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে,
নীরব অহংকারে
জীবন মরণ মাঝে,
এসোগো বধুর সাজে
সেই তো আমারি জিবনে,
তোমারি অভিসার।
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,
তুমি যে আমার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,
তুমি যে আমার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
আমারি পরাণে আসি,
তুমি যে বাজাবে বাঁশি
সেই তো আমারি সাধনা,
চাইনাতো কিছু আর
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
তুমি যে আমার দিশা,
অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে,
নীরব অহংকারে
জীবন মরণ মাঝে,
এসোগো বধুর সাজে
সেই তো আমারি জিবনে,
তোমারি অভিসার।
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,
তুমি যে আমার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।