03-12-2020, 07:46 PM
আমার ভীষণ ভাবেই একটা আপত্তি আছে, এই এক বছরে কোয়েল কতবার সুনন্দের কাছাকাছি আসতে চেয়েছে, নিশ্চয় ওদের মধ্যে কিছু না কিছু সুন্দর মুহূর্ত এসেছে, ট্রেনে যেভাবে কোয়েলকে বুকে জড়িয়ে "ঘুম পাড়ানি মাসি পিসি" করে ঘুম পাড়িয়ে দিতে পারল তারপরে কি করে বিশ্বাস করি যে সুনন্দ আর কোয়েলের মধ্যে প্রেমের আদান প্রদান হয়নি? অবশ্য হয়েছে, সুনন্দ সেটা স্বীকার করেছে, লেখকের কাছে সেই সুন্দর অনুভুতির বহিঃপ্রকাশের বর্ণনা চাইছি! মঞ্জুর আর সুনন্দের প্রেমে বিভোর কপোত কপোতীর ন্যায় দুই তৃষ্ণার্ত হৃদয়ের মিলনের পূর্ণ বিবরন চাই! লেখক মহাশয়, জবাব চাই জবাব দাও, ইঙ্কেলাব জিন্দাবাদ, আমার দাবী মানতে হবে, না হলে শাল গাছ ঢুকিয়ে দেওয়া হবে (কোথায় সেটা আর বিষদে নাই বা বললাম)! চাইইইইইইই ইইইইই চাইইইই !!!!!