03-12-2020, 06:23 PM
(03-12-2020, 04:46 PM)bourses Wrote: ক'দিন প্রচন্ড কাজের চাপে একেবারে দিশেহারা হয়ে রয়েছি... তাও, তারই ফাঁকে তোমার গল্পে এসে যেন মনের মধ্যে এক ঝলক সুগন্ধ নিয়ে গেলাম... মনটা বড় ভালো হয়ে গেল গো... মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মান্নাবাবুর গানটা... "একি অপূর্ব প্রেম দিলে, বিধাতা আমায়..."
যে ভাবে একজন মৃৎশিল্পী একটু একটু করে রূপ দেয় তার সৃষ্টির অবয়ব, একদম যেন সেই ভাবেই গড়ে উঠছে এদের দুজনের সম্পর্কের ভিত... এই গড়ে ওঠা না এতটুকু দ্রুততা না তার মধ্যে এতটুকু স্লথতার ছোঁয়া... আহা... অপূর্ব...
এখানে রিশুর মনে একটাই গান থাকা উচিত আমাদের প্রিয় মান্নাবাবুর গাওয়া,
শুধু একদিন ভালবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই
আমি তাই চাই তাও যদি পাই
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।।
যদি ও চোখে রশ্নি জ্বালো শুধু একবার।
আমি তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার
আমি চাই না দেখতে এই প্রানহীন চোখের পাথর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর
ভাগ্যের দরবারে দুহাত পেতে
আমি চাইনা পূণ্যফলে স্বর্গে যেতে
ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়
যদি একবার হাতখানি রাখো এ হাতে
যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল।
যদি একবারও করো কোন সামাজিক ভুল
সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।।
রেপুর রইল গুরু...
![]()
আহাঃ তোমার কাব্যিক ছোঁয়া অনেকদিন থেকেই ভীষণ ভাবে অভাববোধ করছিলাম !!!!!
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)