03-12-2020, 12:54 PM
(02-12-2020, 11:45 PM)Mr Fantastic Wrote: কে বললো এরকম কথা ? এই থ্রেডে তো কেউ অন্তত পিনুদাকে অসম্মান করেনি। পিনুরামের গল্প যে একবার পড়তে শুরু করবে সে মন্ত্রমুগ্ধ না হয়ে পারবে না। কোনো অমানুষের মধ্যেও মানবিক দিকগুলি ফুটে উঠবে।
(02-12-2020, 11:56 PM)Kolir kesto Wrote: আমি তো পিনুরামের কথা বলিনি ! দাদা আপনি বোধায় আমার লেখা কথা গুলা বুঝতে পারেন নি। ওকে আমি না হয় কমেন্টটা ডিলিট করে দিচ্ছি। হয়ত আপনার মতো অনেকে আমার কথা গুলা বুঝবে না
কথাটা আমাকে নিয়ে নয়, এখানের কিছু থ্রেডের কিছু মানুষের মন্তব্য প্রসঙ্গে কলির কেষ্ট দাদা এই কথা বলেছেন। কলির কেষ্ট দাদাকে বলি, রাস্তার পাশে দেয়াল দেখলে অনেকে সেখানে প্যান্ট খুলে নুনু বের করে দাঁড়িয়ে পরে পেচ্ছাপ করার জন্য, তাই বলে কি আপনিও করতে যাবেন নাকি, নিশ্চয় নয়, তাই সেই সব লোকের থেকে দূরে থাকাই শ্রেয় সেই সব মন্তব্য থেকে নিজেকে দূরে রাখাই ভালো !!!!!!!!