02-12-2020, 09:58 PM
(02-12-2020, 08:01 PM)pinuram Wrote: সব প্রেমিকের সেই রকমের অনুভূতি হয়! ছেড়ে চলে যাওয়ার সময়ে মনে হয় সময়টা কেমন যেন হুহু করে কেটে গেলো, আর একটু হলে ক্ষতি কি ছিল! রাত অনেক, শীতকাল, প্লাটফরম চত্তর প্রায় খালি, বেশির ভাগ লোকজন ট্রেনে উঠে পড়েছে ততক্ষনে। অভি তখন দাঁড়িয়ে কালকা স্টেশানে, হাওড়া কালকা মেল এই ছাড়বে ছাড়বে করছে! বাকিরা উঠে গেলেও পরী কিছুতেই অভিকে ছাড়তে নারাজ, "দুই মাস?" না ঠিক সহ্য হচ্ছে না এই সময়ের ব্যাবধান! "তোমায় বলেছিলাম তুমি চলে যাও, তুমি শুনলে না" শেষ মুহূর্তে ট্রেনে উঠতে গিয়েও দৌড়ে এসে জড়িয়ে ধরে অভিকে, দেহের সব শক্তি দুই বাহুতে পুঞ্জিভুত করে জড়িয়ে ধরে পরীকে... ট্রেন প্লাটফরম না ছাড়া পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে ছিল অভি, ভীষণ নিদারুণ এক অপার শূন্যতা ভর করে অভীর বুকে! ( দুঃখিত, এই কথা গুলো লেখার জন্য, আসলে দেবিকা কে এইভাবে ছেড়ে যেতে দেখে সেই উজানের মনের ভাবটা বুঝতে একদম অসুবিধে হল না তাই মনে পড়ে গেল) !!!!!!
একদম ঠিক বুঝতে পেরেছো পিনুদা। উজানের মনের ভাব ( আসলে এখানে আমার অনুভূতিও ব্যক্ত হয়েছে ) আর অভিমন্যুর মনের ব্যাকুলতা অনেকাংশে এক "ভালোবাসার রাজপ্রাসাদ " একটা কালজয়ী উপন্যাস, সেরা ছিল, সেরা আছে আর হাজার বছর পরেও থাকবে