01-12-2020, 10:14 PM
ট্রেন বেশ ভালো চলছিল, ট্রেনের মধ্যে কোয়েলের সাথে বেশ মেলামেশা হল তারপর হটাত করেই কলেজ চলে এলো কি ভাবে? ট্রেনে ছোটখাটো ঘটনার নিখুঁত ভাবে বর্ণনা দিলে তারপর দুম করে এক বছর এগিয়ে দিলে? এর মাঝের এক বছর কি কোরোনা হয়েছিল যে কোন ঘটনার কোন বিবরন নেই? এর মধ্যে সুনন্দের সাথে কোয়েলের কিছু হয়নি সেটা একদম মানতে পারলাম না, হতেই পারে না। ইচ্ছাকৃত ভাবেই এই এক বছরের ঘটনাবলী এড়িয়ে যাওয়া হয়েছে, কেন কেন, কোয়েল কি দোষ করল, আমরা কি দোষ করলাম, কেন কোয়েলের দেখা আমরা পাবো না? সুনন্দ ভিজে বেড়াল হওয়ার পাত্র একদম নয় এটা ওর চরিত্রের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ হয়ে যাচ্ছে। লেখক কে শেষের দুটো আপডেট আবার করে লিখতে অনুরোধ করছি!!!!!!