01-12-2020, 10:13 PM
(01-12-2020, 10:06 PM)pinuram Wrote: পড়তে পড়তে আমার ভীষণ ভাবেই তিতলির কথা মনে পড়ে গেল, "The End Of Restless Sleep", হয়ত অনেকে পড়েনি সেই গল্প, যাই হোক।
আর শেষের লাইনটা ভীষণ ভাবেই মন কেড়ে নিল, একটা ব্যাথা যুক্ত আছে ওই শেষের লাইনের সাথে। পরীর সাথে অভির বারাসাত রেল স্টেসানে দেখা করতে যায়, ওদের দেখা হওয়ার পরে যখন পরী বাসে চেপে চলে যায় তখন অভির বুকটা ভীষণ ভাবেই খালি হয়ে গিয়েছিল ঠিক যেমন ভাবে উজানের বুক অজান্তেই কেঁপে উঠল !!!!!!
কালকা স্টেশন এ দেখা হয়েছিল ,
আমি বহুবার গেছি , এখনো মনে আছে , শেষ তিতলিকে দেখে কাঁদতে কাঁদতে ওই স্টেশনেই এসে নেমেছিলাম কলকাতা থেকে