01-12-2020, 10:06 PM
(01-12-2020, 09:32 PM)Mr Fantastic Wrote: প্রেমাবেশে মাখা স্নানপর্বের পর দেবিকা ঘরদোর পরিষ্কার করা নিয়ে লেগে পড়ল। ওর মতে ঘরে জিনিসপত্র সব এদিক ওদিক ছড়ানো ছেটানো আছে, দেয়ালে ঝুল এতোই জমেছে যে নতুন ঝুল পড়ার জায়গা নেই, মেঝের শ্বেতপাথর ময়লা জমে চ্যাটচ্যাটে হয়ে গেছে। যদিও অবস্থা এতটাও খারাপ না, দেবিকাকে বারণ করলাম এতো খাটতে হবে না, ও ঠিকই আছে।
সিঁড়ি দিয়ে দেবিকার নেমে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম, বুকটা নিজের অজান্তেই কেঁপে উঠল। আচ্ছা, যাবার সময় দেবিকার চোখের কোনায় কি একটু জলের আভাস ছিল ?
পড়তে পড়তে আমার ভীষণ ভাবেই তিতলির কথা মনে পড়ে গেল, "The End Of Restless Sleep", হয়ত অনেকে পড়েনি সেই গল্প, যাই হোক।
আর শেষের লাইনটা ভীষণ ভাবেই মন কেড়ে নিল, একটা ব্যাথা যুক্ত আছে ওই শেষের লাইনের সাথে। পরীর সাথে অভির বারাসাত রেল স্টেসানে দেখা করতে যায়, ওদের দেখা হওয়ার পরে যখন পরী বাসে চেপে চলে যায় তখন অভির বুকটা ভীষণ ভাবেই খালি হয়ে গিয়েছিল ঠিক যেমন ভাবে উজানের বুক অজান্তেই কেঁপে উঠল !!!!!!