Thread Rating:
  • 18 Vote(s) - 3.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica আমার স্বপ্ন তুমি
প্রেমাবেশে মাখা স্নানপর্বের পর দেবিকা ঘরদোর পরিষ্কার করা নিয়ে লেগে পড়ল। ওর মতে ঘরে জিনিসপত্র সব এদিক ওদিক ছড়ানো ছেটানো আছে, দেয়ালে ঝুল এতোই জমেছে যে নতুন ঝুল পড়ার জায়গা নেই, মেঝের শ্বেতপাথর ময়লা জমে চ্যাটচ্যাটে হয়ে গেছে। যদিও অবস্থা এতটাও খারাপ না, দেবিকাকে বারণ করলাম এতো খাটতে হবে না, ও ঠিকই আছে। 
কিন্তু শুনলো না, বরং ঝামটা মেরে বললো, হয় ঘর গুছিয়ে ঝাড়পোঁছ করবো নয়তো ছুঁতে দেবো না তোমাকে। ব্যাস, আমার কোনো ওজরই টিকলো না। শেষে দুজনে মিলেই লেগে পড়লাম ঘর সাফাইয়ের কাজে। 
এরই ফাঁকে দেবিকাকে জিজ্ঞেস করলাম দুপুরে কি খাবে ? 
দেবিকা হাসিমুখে বললো বিরিয়ানী খাওয়াবে ? 
ব্যস সঙ্গে সঙ্গে ফোন করে আমিনিয়াতে দু'প্লেট মাটন বিরিয়ানীর হোম ডেলিভারি অর্ডার করে দিলাম। 
এটা মানতেই হবে দেবিকার ছোঁয়ায় অগোছালো ঘরের পুরো ভোল পাল্টে গেল, বেশ শ্রী ফিরে এলো। 

যথারীতি সময় মতো ডেলিভারি বয় বিরিয়ানী নিয়ে হাজির হল। দেবিকা খুব তৃপ্তি ভরে খেলো। 
জিজ্ঞেস করলাম, তোমার বিরিয়ানি খুব পছন্দ ?
 ঘাড় কাত করে হেসে বললো, হ্যাঁ ভীষণ প্রিয় তবে এক প্লেট অনেক সময় পুরো শেষ করতে পারি না। 
আমি হেসে ওকে খাইয়ে দিতে লাগলাম। তাই দেখে দেবিকাও নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগল। এতক্ষন ধরে ঘর ঝাড়ামোছার পরিশ্রমে দুজনেরই খুব খিদে পেয়ে গেছিল, গোগ্রাসে খেয়ে নিলাম সব। 
খাওয়া শেষে দেবিকা আঙুলে লাজবাব চিহ্ন দেখিয়ে বললো, উল্ল্স দারুন বানিয়েছিল কিন্তু ! 
ওর এই উচ্ছল ভাবভঙ্গি দেখে আমারও ভালো লাগল। 

খাবার পর দুপুরে খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে খবরের কাগজ পড়ছি। দেবিকা আমার বাঁপাশ ঘেঁষে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে রয়েছে, মাঝে মাঝে খবরের কাগজের পাতায় চোখ বোলাচ্ছে। ঠোঁটে নয়নাভিরাম হাসি আর চোখে খুশীর উজ্জ্বলতা লেগে আছে। বলা বাহুল্য একটু আগেই আমাদের মধ্যে সুদীর্ঘ সময় ব্যাপী তীব্র প্রেমময় মিলন হয়েছে। সেই মিলনের সুখানুভূতির রেশ এখনও আমাদের দুজনের শরীরে আবিষ্ট হয়ে আছে। দেবিকার মাখনসম কোমর বেষ্টন করে থাকা আমার হাতের আঙ্গুল মাঝে মাঝে খেলা করে বেড়াচ্ছে ওর পেটের নরম মেদের মসৃণ ভাঁজের ওপর। 
দেবিকা আমার খোলা বুকে ওর তর্জনী দিয়ে আঁচড় কাটতে কাটতে বললো, তোমার নাকটা খুব সুন্দর টিকালো, ইসস এরকম নাক যদি আমার থাকতো। আমি মুচকি হেসে ওর নাকে নাক ঘষে দিয়ে বললাম, মোটেই না, তোমার এই একটু বোঁচা নাকটা আমার খুব প্রিয়, এই বলে ওর নাকের ডগায় একটা চুমু খেয়ে নিলাম আলতো করে। দেবিকার মুখটা লজ্জায় একটু আনত হয়ে গেল, আরও নিবিড় ভাবে জড়িয়ে ধরলো আমাকে। লাজে রাঙা হয়ে ওঠা দেবিকার টোপা টোপা গালে একটা মিষ্টি করে চুমু দিতেই দেবিকা প্রত্যুত্তরে আমার গালে ওর নরম রসগোল্লার চেয়েও মিষ্টি ঠোঁটজোড়া চেপে ধরল। 

খেলার পাতায় যেতেই চোখে পড়ল আজ ডার্বি খেলা, ইস্টবেঙ্গল -মোহনবাগান ডার্বি খেলা। 
দেবিকা চোখ বড়ো বড়ো করে বললো, এ মা ভুলেই গেছিলাম, আজকে তো বড়ো ম্যাচ ! টিভিটা চালাও তাড়াতাড়ি। 
আমি অবাক হয়ে শুধোলাম, তুমি ফুটবল দেখো নাকি? 
-হ্যাঁ খুব দেখি, ফুটবল দেখতে দারুন লাগে। আমি ইস্টবেঙ্গলের ডাই হার্ড ফ্যান, তুমি কোন দলে ? বিছানার একদিকে পড়ে থাকা রিমোর্টটা নিয়ে টিভি অন করে বললাম, আমি জাত মোহনবাগানী। 
দেবিকা ভেংচি কেটে বুড়ো আঙুল দেখিয়ে বললো, ওই কথাটা মনে আছে তো ? "যত বার ডার্বি তত বার হারবি ", এই বলে খিল খিল করে হেসে উঠল। 
চোখ নাচিয়ে বললাম, সেটা সময়ই বলবে, দেখা যাক কি হয় ! 
খেলা অনেক আগেই শুরু হয়ে গেছিল, দুটো দলই ডিফেন্সিভ খেলছে। ওপেন ফুটবল যে হবে না এটা জানাই ছিল। আড়চোখে তাকিয়ে দেখলাম দেবিকা একমনে চোখ বড়ো করে টিভির দিকে ঠায় ভাবে তাকিয়ে। প্রথম অর্ধ গোলশূন্যই থাকলো। দ্বিতীয়ার্ধের ষাট মিনিটের মাথায় মোহনবাগান কর্নার থেকে একটা গোল করে দেয়। 
দেবিকা হতাশ সুরে জোর গলায় বলে উঠল, এটাআআ কি হলওও ? 
তাকিয়ে দেখলাম ওর চোখ ছলছল করছে। বুঝলাম দেবিকা খেলা নিয়ে বেশ আবেগপ্রবণ। 
ওকে জড়িয়ে ধরে বললাম, আরে এখনও খেলা বাকি আছে তো। দেখো ইস্টবেঙ্গলও ঠিক গোল করবে। দেবিকা খুশি হয়ে বললো, সত্যি বলছো? এই নাও উমমমমআহহ ! 
কিন্তু আমার কথাকে ভুল প্রমান করে মোহনবাগান ছিয়াশি মিনিটে আরেক গোল দিয়ে দিল ইস্টবেঙ্গলের জালে। খেলা শেষ হল 2-0 ফলাফলে। অন্যদিন হলে আমার খুশি হওয়ারই কথা কিন্তু দেবিকার থমথমে চেহারা দেখে আমারই খারাপ লাগল। 
ফ্যালফ্যাল করে ভাসা ভাসা চোখে তাকিয়ে বললো, যাঃ হেরে গেল, একটা গোলও করতে পারল না। 
ওকে সান্ত্বনা দিয়ে বললাম, এতো ভেঙে পড়ো না, খেলায় তো হার-জিত থাকবেই। তবে দেখো, পরের খেলায় ইস্টবেঙ্গলi জিতবে। 
-ঠিক বলছো ?
-একদম ঠিক বলছি দেখে নিয়ো। 
দেবিকা আদুরে গলায় থ্যাঙ্ক ইউ বলে আমার গলা জড়িয়ে চুমু খেলো। 

দেখতে দেখতে কথায়-ইয়ার্কিতে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আমরা। দেবিকার যাবার সময় এসে গেল আর আমার মনটাও কেমন হু হু করে উঠল। 
বিদায়বেলায় দেবিকা আমার গালে হাত বুলিয়ে বললো, তোমাকে ছেড়ে যেতে একদম ভালো লাগছে না। খুব ভালো লাগে তোমার সান্নিধ্য উপভোগ করতে। 
ওকে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে এনে বললাম, আমারও ছাড়তে ইচ্ছে করছে না সোনা। পরে আবার আসবে তো ? 
দেবিকা ওর পায়ে ভর দিয়ে উঁচু হয়ে আমার কপালে আর ঠোঁটে প্রেমচুম্বন করে বললো, নিশ্চয়ই আসবো উজান, যখন বলবে তখনই আমি আসবো। 
সিঁড়ি দিয়ে দেবিকার নেমে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম, বুকটা নিজের অজান্তেই কেঁপে উঠল। আচ্ছা, যাবার সময় দেবিকার চোখের কোনায় কি একটু জলের আভাস ছিল ? 
[+] 4 users Like Mr Fantastic's post
Like Reply


Messages In This Thread
RE: এসকর্ট সার্ভিস ( সংগৃহীত ) - by Mr Fantastic - 01-12-2020, 09:32 PM



Users browsing this thread: 13 Guest(s)