19-03-2019, 10:54 AM
স্বপ্না – তুই সেই যে চলে গেলি, আর এলি না
আমি – তুই ডাকিস নি, আমাকে
স্বপ্না – আমি তোর জন্যে কতদিন বসে থাকলাম, কিন্তু তুই এলি না।
আমি – তুই সত্যি আমার জন্যে বসে ছিলি ?
স্বপ্না – ছোটবেলার প্রথম প্রেম, কিকরে ভুলে যাবো !
আমি – আমরা প্রেম করলাম কোথায়, আমরা তো শুধু খেলা করতাম। আর সেই সময় আমি প্রেম ভালবাসা বুঝতামই না।
স্বপ্না – আমি জানতাম তুই একটা গাধা। তুই খেলা করতিস কিন্তু আমি তোকে ভালবাসতাম
আমি – আমি বুঝিনি রে
স্বপ্না – আমাদের মধ্যে এই কথা একটু হয়েছিল, কিন্তু তুই ভুলে গেলি
আমি – সত্যি রে আমার দোষ, আমি কিচ্ছু বুঝিনি।
স্বপ্না – বাবা মা আমার বিয়ের কথা বললে, আমি বলেছিলাম আমার পছন্দ করা ছেলে আছে। কিন্তু তোর নাম বলতে পারিনি। তার পর তুই এলিনা দেখে আমি তরুন কে
বিয়ে করলাম।
আমি – এইযে তরুনের সামনে এই সব কথা বলছিস, ও কি ভাবছে !
স্বপ্না – ও আমাদের সব কিছু জানে। তোর নুনু নিয়ে কি করে খেলতাম সব বলেছি।
এরপর আরও কিছুক্ষন কথা হয় আমাদের মধ্যে। একবার ভেবেছিলাম ওর সাথে দেখা করতে যাবো। কিন্তু তারপরে আর যাইনি। কারন সেই একটাই, ‘কি দরকার শান্ত
নদীতে ঢিল ছুঁড়ে।’
কিন্তু আজও আমার ভেবে খুব খারাপ লাগে আর নিজেকে সত্যি সত্যি গাধা মনে হয় জীবনের প্রথম ভালবাসাকে বুঝতে পারিনি বলে।
আমি – তুই ডাকিস নি, আমাকে
স্বপ্না – আমি তোর জন্যে কতদিন বসে থাকলাম, কিন্তু তুই এলি না।
আমি – তুই সত্যি আমার জন্যে বসে ছিলি ?
স্বপ্না – ছোটবেলার প্রথম প্রেম, কিকরে ভুলে যাবো !
আমি – আমরা প্রেম করলাম কোথায়, আমরা তো শুধু খেলা করতাম। আর সেই সময় আমি প্রেম ভালবাসা বুঝতামই না।
স্বপ্না – আমি জানতাম তুই একটা গাধা। তুই খেলা করতিস কিন্তু আমি তোকে ভালবাসতাম
আমি – আমি বুঝিনি রে
স্বপ্না – আমাদের মধ্যে এই কথা একটু হয়েছিল, কিন্তু তুই ভুলে গেলি
আমি – সত্যি রে আমার দোষ, আমি কিচ্ছু বুঝিনি।
স্বপ্না – বাবা মা আমার বিয়ের কথা বললে, আমি বলেছিলাম আমার পছন্দ করা ছেলে আছে। কিন্তু তোর নাম বলতে পারিনি। তার পর তুই এলিনা দেখে আমি তরুন কে
বিয়ে করলাম।
আমি – এইযে তরুনের সামনে এই সব কথা বলছিস, ও কি ভাবছে !
স্বপ্না – ও আমাদের সব কিছু জানে। তোর নুনু নিয়ে কি করে খেলতাম সব বলেছি।
এরপর আরও কিছুক্ষন কথা হয় আমাদের মধ্যে। একবার ভেবেছিলাম ওর সাথে দেখা করতে যাবো। কিন্তু তারপরে আর যাইনি। কারন সেই একটাই, ‘কি দরকার শান্ত
নদীতে ঢিল ছুঁড়ে।’
কিন্তু আজও আমার ভেবে খুব খারাপ লাগে আর নিজেকে সত্যি সত্যি গাধা মনে হয় জীবনের প্রথম ভালবাসাকে বুঝতে পারিনি বলে।