01-12-2020, 10:41 AM
কিছু মেঘের রংমশালের
বারুদের আবরণ!
কিছুরা আবার আবেগের ঘরে
ইতিউতি বসবাস!!
বছরের পরে সময়ের ধুলোবালি;
চিনে নেওয়া অভ্যাসেদের নিয়মিত হেঁটে চলা!
বালুচর ছুঁয়ে ঢেউদের আলেয়া;
ক্যানভাসে থাক ভেজা ভেজা রং তুলি!
ছন্দ ভুলে হঠাৎ করেই
উড়ানের হাতছানি!
স্বপ্ন পেরোয় রোজনামচার
জীবনের কথালিপি!!
শ্লীল অশ্লীল এর দ্বন্দ্ব তো সেই সৃষ্টির আদিম সময় ধরে র্বতমান প্রবাহে সমবিত্তমান। যুগ যুগ ধরে মানবতার সদা পরির্বতনশীল স্রোতে তার মূর্ত্ততা প্রতীত হয়েছে দৃষ্টিকোণ এর বিভিন্নতা থেকে।
আপনার সৃষ্টি র্ধম কে বিলীয়মান করে মানবতার সুর প্রবাহিণীর প্রয়াশমানতায় উর্ত্তীন করেছে সমস্ত পাঠকবর্গ কে।
আন্তরিক শুভকামনা জানাই এই ঐকান্তিক প্রচেষ্টা কে।
বারুদের আবরণ!
কিছুরা আবার আবেগের ঘরে
ইতিউতি বসবাস!!
বছরের পরে সময়ের ধুলোবালি;
চিনে নেওয়া অভ্যাসেদের নিয়মিত হেঁটে চলা!
বালুচর ছুঁয়ে ঢেউদের আলেয়া;
ক্যানভাসে থাক ভেজা ভেজা রং তুলি!
ছন্দ ভুলে হঠাৎ করেই
উড়ানের হাতছানি!
স্বপ্ন পেরোয় রোজনামচার
জীবনের কথালিপি!!
শ্লীল অশ্লীল এর দ্বন্দ্ব তো সেই সৃষ্টির আদিম সময় ধরে র্বতমান প্রবাহে সমবিত্তমান। যুগ যুগ ধরে মানবতার সদা পরির্বতনশীল স্রোতে তার মূর্ত্ততা প্রতীত হয়েছে দৃষ্টিকোণ এর বিভিন্নতা থেকে।
আপনার সৃষ্টি র্ধম কে বিলীয়মান করে মানবতার সুর প্রবাহিণীর প্রয়াশমানতায় উর্ত্তীন করেছে সমস্ত পাঠকবর্গ কে।
আন্তরিক শুভকামনা জানাই এই ঐকান্তিক প্রচেষ্টা কে।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।