01-12-2020, 12:45 AM
(01-12-2020, 12:33 AM)Mr Fantastic Wrote: [quote pid='2685469' dateline='1606752407']
নিজের বেলায় আটিসুটি পরের বেলায় চিমটি কাটি, এ কেমন কথা বাপু? নিজের বেলায় তিনদিন পর পর পুচকি পুচকি আপডেট দেবে তখন কিছু বলি কি? একদম না, একদম স্পিকটি-নট হয়ে থাকি! পুচ্চির কথা মেনে চলো, আর হ্যাঁ তোমার হাতে তো কিছু হয়নি, পায়ে হয়েছে, পা... হাহাহাহা (কেন হাসলাম বুঝে নাও) তাহলে তোমার লেখার অসুবিধে কোথায়?
সন্ধ্যেবেলার পর থেকে প্রেয়সীকে কাছে পাই, একটু আদর করবো না ? প্রেম করবো না ? আর আমি কিন্তু রোজই লিখে আপডেট দিই, মাঝে এক আধদিন হয়তো একটু ডুব মারি আর হ্যাঁ, ডাক্তার, পুচ্চির কথা মেনে চলছি একদম, আমি খুব ভালো ছেলে !!
[/quote]
আমি কিছু বলেছি নাকি তাই নিয়ে, এমা না না আমি ভালো মানুষ! ( আদর করো বিন্দাস করো আমি কোনদিন কান পাততে যাবো না, উঁকি মেরে দেখতেও যাবো না, মই লাগিয়েও বারান্দায় ঘাপ্টি মেরে বসে থাকতে ও যাবো না, দুষ্টুমি করে তোমার দরজার কলিং বেল বাজিয়ে পালিয়েও আসবো না, তুমি চালিয়ে যাও -- ব্রাকেটের কথা গুলো কিন্তু আমি মনে মনে বললাম, তুমি যদি শুনে ফেলো সেটা আমার দোষ নয়) !!!!!!