01-12-2020, 12:19 AM
(30-11-2020, 11:52 PM)Isiift Wrote: ইন্দ্রজিত আর শালিনী না থাকলে দুজনে যা যা ভেবেছিল সত্যিই কি তা করত? একটু ড্রামাটিক হয়ে যাচ্ছে যা আগে আপনার কাছ থেকে পাইনি। আর আজকেত আপডেট টা কেন যেন বড্ড ছোট মনে হল।হয়ত রিশুর আর ঝিনুকের কথোপকথন কম থাকার কারণে।কিন্তু সব কিছুই কি এত সহজ! ঝিনুক সব কিছু ভুলে গেল?কোন কিছুর কমতি লাগছে হয়ত পুরোপুরি ভাল করে বলতে পারছি না।তবে কি যেন একটা মিসিং
ড্রামা আনতে হয়েছে গল্পের স্বার্থে না হলে অনেক দুর এদের জল গড়াত, এই ভাবে দুই নীড়ভাঙ্গা কপোত কপোতীকে বেশি কষ্ট দেওয়ার ইচ্ছে নেই। দ্বিতীয়ত, ঝিনুক পার্থকে হয়ত ভুলবে না তবে রিশুকে কেন কাছে টানবে না? পার্থের সাথে ঝিনুকের বিয়ে না হওয়ার কারণ কারুর অজানা নয়, সেখানে সে একটা ধাক্কা খেয়েছে, তাই পার্থের ওপর থেকে ভালোবাসার টান না থাকার কথা, আর যে ওর সাথে আছে তার যত্নশীল ব্যাবহারে হৃদয় গলা অসম্ভব নয়! আম্বালিকার মতন মানুষ ওদের পেছনে চিনের প্রাচীরের মতন দাঁড়িয়ে, তাহল ওদের এগিয়ে যেতে অসুবিধে কোথায়?