01-12-2020, 12:07 AM
(30-11-2020, 11:49 PM)Voboghure Wrote:
(30-11-2020, 11:54 PM)Voboghure Wrote: হায়রে আকাশ...
পোড়া হৃদয় আবার জেলে
বলনারে তুই সুখ কত পাস.....!!!
......ভবঘুরে
(30-11-2020, 11:56 PM)Voboghure Wrote: দাদা, অপরাধ মার্জনীয়।
আপডেট গুলো কি আর একটু বড় করা যায়....???
মনের কথা বাদই দিলাম, চোখের খিদেই অনেক...।
কবিতাটা বেশ সুন্দর হয়েছে। আর আপডেটের ব্যাপার, আসলে একটা গল্প লেখা মহা মুশকিল, সব সময়ে মুড আসেনা লেখার, কাজের চাপে অথবা বিভন্ন কারনে সব সময়ে লিখতে বসা যায় না, আবার মাঝে মাঝে রাইটার্স ব্লক চলে আসে তখন আরো মুশকিল, লিখতে বসলাম কিন্তু হাঁ করে বাইরের দিকে তাকিয়ে আছি কি লিখব সেটাই ভেবে পাচ্ছি না, মানে ভাষা আসছে না, লিখছি কিন্তু ঠিক মনে ধরল না এই করতে করতে একটা আপডেট প্রায় দুই তিন বার লিখে ডিলিট করে আবার লিখতে হয় এই করতে করতে বেশি লেখা হয়ে ওঠে না আর তাই মাঝে মাঝে আপডেট দিতেও দেরি হয়। তাও চেষ্টা করি তাড়াতাড়ি আপডেট দেওয়ার, তবে দুই হাজার শব্দের আপডেটের পরেও যদি বলেন যে বড় করে আপডেট দিতে তাহলে ভীষণ মুশকিলে পরে যাবো !!!!!!!