30-11-2020, 11:52 PM
ইন্দ্রজিত আর শালিনী না থাকলে দুজনে যা যা ভেবেছিল সত্যিই কি তা করত? একটু ড্রামাটিক হয়ে যাচ্ছে যা আগে আপনার কাছ থেকে পাইনি। আর আজকেত আপডেট টা কেন যেন বড্ড ছোট মনে হল।হয়ত রিশুর আর ঝিনুকের কথোপকথন কম থাকার কারণে।কিন্তু সব কিছুই কি এত সহজ! ঝিনুক সব কিছু ভুলে গেল?কোন কিছুর কমতি লাগছে হয়ত পুরোপুরি ভাল করে বলতে পারছি না।তবে কি যেন একটা মিসিং