30-11-2020, 09:57 PM
(30-11-2020, 09:06 PM)ddey333 Wrote: এগুলো বেড়াল বা অন্য কিছু নিয়ে নয়
এগুলো বহু লোকের জীবন আর মরণের ব্যাপার
যারা জানে তারাই বোঝে
একটু ঝেড়ে কাশো তো বাপু, কি রকম জীবন মরণের ব্যাপার? বয়স হয়েচে বুঝতেই পারছো (৬১ বছর ১৮টা ছেলে পুলের বাপ আমি) দাঁত নড়বড় করতিছে, চোখে ভালো দেখি না, হরলিস্কের শিশির মতন চশমার কাঁচ, লাঠি নিয়ে হাঁটতে হয় ( কিন্তু পায়ে অর্থাৎ ওই পায়ে এখন দৌড়ানোর জোর আছে কিন্তু ) তাই কইতেছি একবার বুঝিয়ে বলো কেমন জীবন মরণের ব্যাপার !!!!!!